সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়া একটি ছবি ঘিরে নেটদুনিয়ায় বিতর্কের শেষ নেই। প্রশ্ন উঠেছে ভারতীয় দলের ছবিতে বিরাট-পত্নী অনুষ্কা কেন? আসলে প্রথম টেস্টের পরে গত মঙ্গলবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে গিয়েছিল গোটা দল। সেখানে তোলা একটা ছবি নিয়েই ছিল যত বিতর্ক, কারণ টিম ইন্ডিয়ার ছবিতে বিরাটের পাশে সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের পরিবর্তে দাঁড়িয়ে তাঁর বেটার-হাফ অনুষ্কা শর্মা? এতেই আপত্তি নেটিজেনদের। তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একই ফ্রেমে কোহলি পত্নী? অনেকেই বলছেন, তিনি যতই ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি হোন না কেন, টিম ইন্ডিয়ার এ ছবিতে অনুষ্কা বেশ বেমানান। ছবি পোস্টের পর রীতিমতো বিরুষ্কার মুণ্ডপাত করেছেন নেটিজেনরা।
কিন্তু এত বিতর্কের মধ্যেও ভারতীয় দলের অধিনায়ক এবং বলি নায়িকা জুটির পাশেই দাঁড়াল বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক আধিকারিক বলছেন, যতই বিতর্ক হোক, আসলে ওই ছবিটি তুলে কোনও প্রোটোকল ভাঙেননি বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা। কারণ, বিদেশ সফরে ভারতীয় হাই কমিশনে ক্রিকেটাররা গেলে তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের নিয়ে যাওয়ার অনুমতি আছে। শুধু অনুমতি আছে বললে ভুল বলা হবে। আসলে, সব বিদেশ সফরেই ভারতীয় রাষ্ট্রদূতরা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে তাদের সঙ্গিনীদেরও আমন্ত্রণ জানান। ক্রিকেটাররা তাদের সঙ্গিনীকে সঙ্গে আনবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যপার, কিন্তু আনলে তাতে অন্যায়ের কিছু নেই।
লন্ডনে ভারতীয় হাই কমিশনে বিরাটের সঙ্গে আমন্ত্রিত ছিলেন অনুষ্কাও। আমন্ত্রিতদের একসঙ্গে তোলা ছবিতে তাই তিনি থাকবেন সেটাই তো স্বাভাবিক। তাছাড়া বিসিসিআইয়ের নয়া আইন অনুযায়ী যেকোনও বিদেশ সফরে এখন স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে রাখতেই পারেন ক্রিকেটাররা। শুধু সফর শুরুর পর প্রথম দু’সপ্তাহ আলাদা থাকতে হবে দুজনকে। সুতরাং, কোনওভাবেই টিম ইন্ডিয়ার সঙ্গে অনুষ্কার থাকা বা টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁর ছবি তোলা অনৈতিক কিছু নয়। যদিও, বিসিসিআই আধিকারিকদের এই যুক্তি গ্রহণযোগ্য মনে হচ্ছে না অনেকেই। তাঁরা অফ-ফিল্ড বিতর্ক দূরে সরিয়ে খেলার মাঠে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিরাটদের। ইতিমধ্যেই টেস্ট সিরিজে এক শূন্যতে পিছিয়ে পড়েছে ভারত। লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা অবশ্য বৃষ্টির জন্য বাতিল করে দিতে হয়েছে। আপাতত বিরাটদের নজর লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.