Advertisement
Advertisement

রেকর্ড অর্থে বার্সেলোনা থেকে প্যারিসেই যাচ্ছেন নেইমার

বুধবার ক্লাবে আসলেও অনুশীলন না করেই বেরিয়ে যান।

 Barcelona forward Neymar set to join Paris Saint-Germain!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2017 9:29 am
  • Updated:August 3, 2017 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমের শেষ থেকেই জল্পনা চলছিল। আর সেই জল্পনাকে সত্যি করেই স্পেনের শহর বার্সেলোনা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বার্সেলোনা থেকে প্যারিস সাঁ জাঁ-য় গেলেই নয়া এক রেকর্ডও তৈরি করবেন নেইমার। কাটালান ক্লাবটির তরফ থেকে নেইমারের ‘রিলিজ ক্লজ’ বা ‘বাই আউট ক্লজ’ রাখা হয়েছিল ১৯৮ মিলিয়ন পাউন্ড। আর জানা গিয়েছে, পিএসজি ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য বার্সেলোনাকে সেই টাকা দিতে ইতিমধ্যেই রাজি হয়েছে। অর্থাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পল পোগবার রেকর্ড ভেঙে নেইমারই হতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। ইতিমধ্যে পর্তুগালের পোর্তো-তে নাকি পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টরের তত্ত্বাবধানে কর্তাদের সামনে স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে নেইমারের।

[গরিবের মুখে অন্ন তুলে দিতে অভিনব উদ্যোগ গম্ভীরের]

এর পাশাপাশি প্যারিসের ক্লাবটি থেকে প্রতি সপ্তাহে নেইমারকে ৫ লক্ষ ৯৬ হাজার পাউন্ড বেতনও দেওয়া হবে। এখানেই শেষ নয়, সই করার জন্য আয়কর এবং বোনাস মিলিয়ে অতিরিক্ত ৪৫ মিলিয়ন পাউন্ডও পাবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়টি। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চলেছে প্যারিস সাঁ জাঁ। ইতিমধ্যে পোর্তো-তে নেইমারের স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গিয়েছে। আপাতত বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তি নিয়ে কথা বলছেন প্যারিস সাঁ জাঁ কর্তারা। দেখা যাচ্ছে, নেইমারকে পেতে সবমিলিয়ে ৩৯৮ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে ক্লাবটির। কিন্তু তাঁকে পেতে এত অর্থ খরচ করতেও রাজি প্যারিস সাঁ জাঁ। বিশেষজ্ঞদের মতে, নেইমারের মতো তারকাকে দলে নেওয়ার কারণ এর ফলে ক্লাবের সুনামও বাড়বে। সেই সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলির পর্যায়ে নিজেদের জনপ্রিয়তাকেও নিয়ে যেতে পারবে প্যারিস সাঁ জাঁ।

Advertisement

[মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে]

আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কাপের সময় বার্সেলোনার সঙ্গে নেইমারের দূরত্ব খবরের শিরোনামে উঠে এসেছিল। এমনকী প্যারিস সাঁ জাঁ-র মালিক নাসের আল খেলাফিও ব্রাজিলিয়ান তারকাকে দলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। উলটোদিকে, নেইমার বুঝতে পেরেছিলেন বার্সায় থাকলে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ছত্রছায়াতেই থাকতে হবে তাঁকে। মেসি যতদিন রয়েছেন কখনই ক্লাবের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি তিনি পাবেন না। অন্যদিকে, প্যারিসে গেলে দলের মধ্যমণি হবেন তিনিই। পাশাপাশি পাবেন মোটা অঙ্কের বেতন। ফুটবলমহলের মতে, এই ভাবনাগুলি ভেবেই লা লিগা ছেড়ে লিগ ওয়ানে খেলার কথা ভেবেছেন নেইমার। জানা গিয়েছে, ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে তাঁকে যাতে অনুশীলনে না আসতে হয় সেই অনুমতিও দিয়ে দেওয়া হয়েছে। বুধবার ক্যাম্প ন্যু-তে মাত্র ৪৫ মিনিটের জন্য এসেছিলেন নেইমার। দেখা করেন সতীর্থদের সঙ্গে। তার পরেই নিজের দল ছাড়ার কথা জানান কর্মকর্তা এবং কোচকে। এরপরই ক্লাবের তরফ থেকে বলে দেওয়া হয়, আপাতত নেইমার যদি অনুশীলনে না আসেন, সেক্ষেত্রে দলের কোনও অসুবিধা নেই। আগে তিনি কোন ক্লাবে যাবেন, সেটা যেন ঠিক করে ফেলেন। তারপরেই মোটামুটি স্থির হয়ে যায়, বার্সা ছাড়ছেন ব্রাজিলিয়ান মহাতারকা। এখন কেবল সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ক্লাবের আরেক মহাতারকা লিওনেল মেসিও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নেইমারের উদ্দেশে। সেই ভিডিওতেই স্পষ্ট, মূলত ব্রাজিলিয়ান তারকাকে বিদায় জানাতেই মেসির এই বার্তা।


বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫টি গোল করেছেন নেইমার। যদিও ক্লাবের হয়ে তার চেয়ে বেশি গোল করেছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা রিভাল্ডো। তিনি মোট ১৩০টি গোল করেন। বার্সায় থাকাকালীন এছাড়া সতীর্থদের দিয়ে ৫৯টি গোলও করিয়েছেন নেইমার। এছাড়া ক্লাবের হয়ে খেলা ১৮৬টি ম্যাচের মধ্যে ১৬৪টি গোলে তাঁর অবদান রয়েছে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ-সহ বার্সার হয়ে নেইমার মোট ৮টি শিরোপা জিতেছেন। তবে ইতিমধ্যে বার্সোলোনাও যেন নেইমার ছাড়া নিজেদের ভাবতে শুরু করেছে। এদিনই দেখা গেল ব্রাজিলিয়ান তারকার পোস্টার খুলে ফেলা হচ্ছে ক্যাম্প ন্যু-র দেওয়াল থেকে। নতুন পোস্টারে মেসি, পিকে-রা থাকলেও নেই নেইমার। উলটোদিকে, ফ্রান্সের পত্রিকাগুলিতে ফলাও করে নেইমারের পিএসজি-তে যোগদানের খবর ছাপা হয়েছে। প্যারিস সাঁ জাঁ ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের ক্লাবে অভ্যর্থনা জানাতে তৈরি হচ্ছে। দরকার শুধু নেই কখন সই করেন নেইমার।

[উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্ট্র্যাটেজিতে ভয় পাচ্ছেন না বিরাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement