Advertisement
Advertisement

মেসি ঝড়ে বিধ্বস্ত ম্যান সিটি

যে ম্যাচটা হওয়ার কথা ছিল কঠিন লড়াই, সেটা একরকম একপেশে ম্যাচ হল৷

barcelona beat manchester city by 4-0 in champions league
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 2:38 pm
  • Updated:October 20, 2016 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেপ গোয়ার্দিওলার ট্যাকটিক্স যাই থাক, তাঁর ফুটবলাররা যদি ঠিক সময়ে ঠিক কাজ না করতে পারেন, তা হলে মেসি শাস্তি দেবেনই৷ এবং, দিলেনও৷ যে মেসিকে প্রচুর পরিকল্পনা করেও আটকানো মুশকিল, সেই আর্জেন্টাইন তারকা সামনে এলেই ঘাবড়ে গিয়ে পরপর ভুল করে গেলেন ম্যান সিটির তারকারা৷ যার জেরে মেসি পরপর গোল করে গেলেন৷ হ্যাটট্রিকও হয়ে গেল ম্যাচ শেষের কুড়ি মিনিট আগে৷

যে ম্যাচটা হওয়ার কথা ছিল কঠিন লড়াই, সেটা একরকম একপেশে ম্যাচ হল৷ বার্সেলোনা জিতল ৪-০ গোলে৷ মেসি ছাড়াও একটা গোল নেমারের৷ আরও একটা হত যদি না পেনাল্টি থেকে গোল মিস করতেন নেমার৷ মেসির জন্য হোমওয়ার্ক কতটা করেছিলেন পেপ, এই প্রশ্ন ব্রিটিশ মিডিয়া করবেই জানা ছিল৷ পেপ আগে বার্সেলোনার কোচ ছিলেন বলে মাঠের প্রতিটা সেন্টিমিটার চেনেন৷ একইসঙ্গে গোলে ক্লদিও ব্রাভো ক’মাস আগেও ক্যাটালান ক্লাবে ছিলেন৷ মূলত এই দুয়ের ভরসায় নেমেছিল সিটি৷ সিটির চিন্তা বাড়িয়ে দেয় ক্লডিও ব্রাভোর লাল কার্ড দেখা৷ পরে অবশ্য বার্সেলোনার ম্যাথিউও লাল কার্ড দেখেন৷ তবে ততক্ষণে ম্যাচ শেষ৷

Advertisement

পেপ তাঁর সময়ে দেখেছিলেন, বার্সেলোনাকে পা চালিয়ে খেললে তারা একটু গুটিয়ে থাকে৷ সেই মতোই তারা পা চালাতে শুরু করে৷ পিকে চোট পেয়ে বেরিয়ে যান৷ একইসঙ্গে সিটির রক্ষণও মারাত্মক সব ভুল করতে শুরু করে দিল৷ মেসিকে দেখলেই ভুল পাস৷ যার সুযোগে প্রথম গোলটা করে গেলেন মেসি৷ দ্বিতীয় এবং তৃতীয় গোলও সিটি রক্ষণের সংশয়ে থাকার কারণে৷ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পরের ম্যাচ ম্যান সিটির সঙ্গেই, বাইরের মাঠে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement