সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে আচম্বিতেই তামিম ইকবাল জানিয়ে দিলেন, ক্রিকেট তোমাকে দিলাম ছুটি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal)। গত বছরের ১৬ জুলাই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ৩৪ বছর বয়সি তামিম। বৃহস্পতিবার তামিম জানিয়ে দিলেন, ওয়ানডে ও টেস্ট থেকেও তিনি অবসর নিলেন। ফলে বাংলাদেশের জার্সিতে আর খেলতে দেখা যাবে না মারকুটে এই ওপেনারকে। বিশ্বকাপের ঠিক আগে তামিমের অবসর ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ধাক্কা।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাই বাংলাদেশ হেরে গিয়েছে গতকাল। আর বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে তামিম সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন। অবসর ঘোষণার সময়ে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলেন বাংলাদেশের তারকা ওপেনার। বাবার স্বপ্নপূরণ করার জন্য ক্রিকেটে এসেছিলেন। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট পরিক্রমা শেষ করে তামিম বলছেন, ”জানি না বাবার স্বপ্নপূরণ করতে পেরেছি কিনা।”
খেলার সময়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করতেন।
এদিন বিদায়বেলায় অনেক কিছুই বলতে চেয়েছিলেন তামিম। কিন্তু আবেগে ভেসে যাওয়ায় সব কথা আর বলা হয়নি। তামিম বলছিলেন, ”আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছিল তামিমের। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেললেন। বৃহস্পতিবার তামিম জানিয়ে দিলেন, ব্যাট-প্যাড তুলে রাখছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.