Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি

ভারতীয় দলের জয়ের কথা উঠলেই এখন ঘুরেফিরে একজনের কথাই উঠে আসে৷ তিনি বিরাট কোহলি৷

Bangladesh bows to mighty Indian onslaught in Hyderabad test match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 13, 2017 9:36 am
  • Updated:February 13, 2017 9:39 am  

ভারত: ৬৮৭/৬ (ডিক্লেয়ার) ও ১৫৯/৪ (ডিক্লেয়ার)

বাংলাদেশ: ৩৮৮ ও ২৫০

Advertisement

২০৮ রানে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা টেস্টের ইতি৷ আর সেই সঙ্গে আরও একটি রেকর্ড এল নেতা কোহলির ঝুলিতে৷ বিরাটের নেতৃত্বে প্রথমবার টানা ছ’টি টেস্ট সিরিজে জয়ী টিম ইন্ডিয়া৷ সেই সঙ্গে টানা ১৯টি টেস্টে অপরাজিত থেকে সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট৷

(মুসলিম হয়েও কেন ভারতের হয়ে খেলেন? ইরফানকে প্রশ্ন পাক কন্যার)

ভারতের মাটিতে একমাত্র টেস্টে পরাস্ত হল বাংলাদেশ৷ এমনটাই যে হওয়ার সম্ভাবনা বেশি ছিল তা আগে থেকেই ধারণা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ কিন্তু তা সত্ত্বেও প্রশংসা কুড়িয়েই এই দেশ ছাড়বেন মুশফিকুর রহিমরা৷ কারণ পূর্ব পরিসংখ্যান দেখে অনেকেই মনে করেছিলেন, বেঙ্গল টাইগারদের হারাতে খুব বেশি কসরত করতে হবে না বিরাটদের৷ হায়দরাবাদে টেস্টের শুরুটাও হয়েছিল সেভাবেই৷ বাংলাদেশি পেসার আর স্পিনারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন মুরলী বিজয়, কোহলি, ঋদ্ধিমানরা৷ তিনজনই হাঁকিয়ে ছিলেন সেঞ্চুরি৷ প্রায় ৭০০ রানের পাহাড় গড়েই যেন জয় নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু হারার আগে হার মানেননি শাকিবরা৷ আর সেই স্পোর্টসম্যান স্পিরিটই বিদেশি উইকেটে ঘুরে দাঁড়াতে সাহায্য করল তাঁদের৷ ফলো-অন বাঁচিয়ে শেষ দিন পর্যন্ত গড়াল ম্যাচ৷ তারই মধ্যে অধিনায়ক রহিমের ব্যাট থেকে এল একটি সেঞ্চুরিও৷ এই বা কম পাওনা কী! টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দলকেও রীতিমতো খেটে জিততে হল৷ ভারতের মাটিতে বাংলাদেশের হারানোর যেখানে কিছুই ছিল না, সেখানে অনেক কিছু জিতে নিয়ে দেশে ফিরছেন সৌম্য সরকাররা৷ ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও স্বীকার করলেন, কয়েক বছর আগে যে বাংলাদেশকে তিনি দেখেছেন, এই দলের পারফরম্যান্স তার চেয়ে অনেক ভাল৷

(শহিদ জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, পালটা জবাব দিলেন শেহবাগ)

259012.3

তবে ভারতীয় দলের জয়ের কথা উঠলেই এখন ঘুরেফিরে একজনের কথাই উঠে আসে৷ তিনি বিরাট কোহলি৷ নেতৃত্বের বোঝা মাথায় নিয়েও অবলীলায় যিনি ডাবল সেঞ্চুরি হাঁকান৷ আর অকপটে বলে দেন, এখনও অনেক কাজ বাকি৷ ম্যাচের সেরা হওয়া বিরাটের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়া সিরিজ৷ যার প্রস্তুতি মঞ্চে সতীর্থদের পারফরম্যান্সকে শাবাশি জানালেন তিনি৷ আর নিজেকে ছাপিয়েও এই বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব বোলারদেরই দিলেন ক্যাপ্টেন কোহলি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement