Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানে ব্যাডমিন্টন সিরিজ বয়কট করল ভারত

চলতি মাসের ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পাক রাজধানী ইসলামাবাদে ব্যাডমিন্টনের আন্তর্জান্তিক সিরিজ হওয়ার কথা৷

badminton association pull out Indian of badminton series in Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 5:05 pm
  • Updated:October 2, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের সমর্থনে ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়ে এবার পাকিস্তানকে বয়কট করল দেশের ব্যাডমিন্টন সংস্থা৷

চলতি মাসের ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পাক রাজধানী ইসলামাবাদে ব্যাডমিন্টনের আন্তর্জান্তিক সিরিজ হওয়ার কথা৷ সেই সিরিজে অংশ নেওয়ার জন্য ভারতীয় শাটলাররা তৈরিও হয়েছিলেন৷ কিন্তু দুই দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রতিবেশী রাষ্ট্রে খেলোয়াড়দের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা (বিএআই)৷ সংস্থার সভাপতি অখিলেশ দাশগুপ্ত জানান, “পাক বিরোধিতায় সরকারের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ব্যাডমিন্টন সংস্থার সব সদস্যদের হয়ে আমি জানিয়ে দিতে চাই, ভারতীয় হিসেবে আমরা দেশবাসীর আবেগ ও অনুভূতিকে সম্মান করি৷ তাই এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই দেশে শাটলারদের না পাঠানোর সিদ্ধান্তই নিয়েছি৷”

Advertisement

উরি জঙ্গি হামলার পর ইসলামাবাদে সার্ক সম্মেলনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছিল ভারত৷ এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডও আইসিসি-কে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রশ্ন তো ওঠেই না, আন্তর্জান্তিক টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে খেলতে রাজি নয় টিম ইন্ডিয়া৷ আগামী মাসে মালয়েশিয়ায় এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান৷ অধিনায়ক পি আর শ্রীজেশ বলে দিয়েছেন, হকির মাঠে দেশবাসীকে হতাশ করবে না মেন ইন ব্লু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement