সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি টেলিভিশন শো-তে কয়েকটি বিতর্কিত মন্তব্য। যার জেরে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং লোকেশ রাহুলের মতো তরুণ উদীয়মান দুই ক্রিকেটারের কেরিয়ার। ইতিমধ্যেই তাদের সাসপেন্ড করা হয়েছে। এবার তাদের তদন্তের মুখেও পড়তে হবে। শীঘ্রই হার্দিক এবং রাহুলকে জিজ্ঞাসাবাদ করবেন বোর্ডের মুখ্য কর্তা রাহুল জোহরি (দু’দিন আগে তো তাঁর বিরুদ্ধেই #MeToo-র অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত হয়েছে)। দুই তরুণ ক্রিকেটার যখন ঘরে-বাইরে চাপের মুখে, তখনই অপ্রত্যাশিতভাবে তাদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। হার্দিক এবং রাহুলকে শুধরে দেওয়ার চেষ্টা না করে তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রশাসক প্যানেলের সদস্যা ডায়না এডুলজি, এমনটাই মনে করছেন বাবুল।
হার্দিক এবং রাহুলের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, “ডায়না এডুলজির প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ওই দু’জনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে তাঁর ভাবনা চিন্তা আদ্যিকালের। হার্দিক যেটা বলেছে সেটা নিন্দনীয়। কিন্তু অল্পবয়স্কদের সামলানোর জন্য বড়দের আর একটু দূরদর্শিতা দেখাতে হয়। শুধরে দেওয়া আর তাঁর কেরিয়ার ধ্বংস করে দেওয়ার মধ্যে একটি সীমারেখা আছে। আমার অনুরোধ আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।”
রাহুল হার্দিককে নিয়ে বেশ অস্বস্তিতে টিম ইন্ডিয়া। সতীর্থদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না কোনও ক্রিকেটার। আসলে যে অভিযোগ এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে, সেই ধরনের অভিযোগে কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে কোনও নির্দিষ্ট আইন নেই বিসিসিআইয়ের রুলবুকে। এই দুই ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়েছে, দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। বোর্ডের একাংশই মনে করছেন, দল থেকে সাসপেন্ড করে দেশে ফেরত পাঠিয়ে ইতিমধ্যেই দুই ক্রিকেটারকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। এবার প্রথম দিন তদন্ত করে ছেড়ে দেওয়া হোক। কিন্তু সমস্যা হল, ডায়না এডুলজি জেদ ধরেছেন যে শুধু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হবে না। এঁদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আরও কড়া শাস্তি দেওয়া উচিত।
1/2: With due & utter respect to Diana Edulji & her contribution to Indian cricket, May I say that her thinking has got ‘fossil’ to contemplate such extreme steps•What Hardik said is deplorable but their has to be some prudence in the way such senior minds handle the young ones pic.twitter.com/LEjMytoJsv
— Babul Supriyo (@SuPriyoBabul) January 13, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.