সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) পরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরই দাপট আইসিসি-র ক্রমতালিকায়। টেস্ট ব্যাটসম্যানদের যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম তিনটি স্থান দখল করেছেন তিন জন অজি ব্যাটসম্যানই। ৯০৩ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একনম্বরে মারনাস লাবুশেন (Marnus Labuschagne)।
র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্মিথ ও ট্র্যাভিস হেডের (Travis Head) পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে পৌঁছে দেয় ৪৬৯ রানে। স্মিথ ১৬৮টি বল খেলে ১২১ রান করেন। তাঁর ওই দুরন্ত ইনিংসের প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে অবশ্য স্মিথ আগের মতো খেলতে পারেননি। কিন্তু প্রথম ইনিংসের দুরন্ত ওই শতরানের প্রভাব পড়েছে আইসিসি-র ক্রমতালিকায়। ৮৮৫ পয়েন্ট পেয়ে স্মিথ দু’ নম্বরে। অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড ৮৮৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে। টেস্ট ফাইনালে হেড করেন ১৬৩ রান। তিন ধাপ উপরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটসম্যান। দুর্দান্ত ইনিংস খেলার জন্য টেস্ট ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মান পান ট্র্যাভিস হেড।
র্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানও। তিনি উসমান খোয়াজা। দু’ ধাপ নেমে গিয়ে ৯ নম্বরে রয়েছেন তিনি। তাঁর সংগ্রহ ৭৭৭ পয়েন্ট। প্রথম দশে রয়েছেন ভারতের ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনা তাঁকে ছিটকে দিয়েছে ক্রিকেট মাঠে থেকে। ফেরার চেষ্টা করছেন তিনি। ৭৫৮ পয়েন্ট নিয়ে পন্থ দশে। তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রথম দশে নেই। ৮৮৩ পয়েন্ট নিয়ে চারে কেন উইলিয়ামসন। বাবর আজম (৮৬২) পাঁচে, ছয়ে ইংল্যান্ডের জো রুট। সাত ও আটে রয়েছেন যথাক্রমে নিউ জিল্যান্ডের ডারিল মিচেল ও দিমুথ করুণারত্নে। ওভাল টেস্টে অজিঙ্কে রাহানের ব্যাটিং দেখার পরে উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা। টেস্ট ফাইনালে ৮৯ রানের জন্য আইসিসি-র ব্যাটারদের ক্রমতালিকায় ৩৭ নম্বরে উঠে এসেছেন রাহানে। অন্যদিকে শার্দূল ঠাকুর ছ’ ধাপ উপরে উঠে এসেছেন। তাঁর র্যাঙ্কিং এখন ৯৪।
টেস্ট ফাইনাল হারের পর থেকে যাবতীয় সমালোচনার কেন্দ্রে রোহিত শর্মা। প্রথম দশে তিনি না থাকলেও ৭২৯ পয়েন্ট পেয়ে হিটম্যান রয়েছেন ১২ নম্বরে। বিরাট কোহলি আবার রোহিতের থেকে এক ধাপ পিছিয়ে। ৭০০ পয়েন্ট নিয়ে কোহলি ১৩ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন একনম্বরেই। টেস্ট ফাইনালে ভারতের অফ স্পিনারকে প্রথম একাদশে রাখাই হয়নি। তা নিয়ে বিস্তর কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। সেই অশ্বিন ৮৬০ পয়েন্ট নিয়ে একনম্বরেই রয়েছেন। চোটের জন্য ছিটকে গেলেও টেস্ট বোলারদের মধ্যে বুমরাহ (৭৭২) রয়েছেন আট নম্বরে। ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা (৭৬৫)। টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮৫০)। প্রথম দশে রয়েছেন দুই অজি বোলার। প্যাট কামিন্স (৮২৯) তিনে ও নাথান লিয়ন (৭৭৭) সাতে। কাগিসো রাবাদা ৮২৫ পয়েন্ট নিয়ে চারে। পাকিস্তানের শাহিন আফ্রিদি ৭৮৭ পয়েন্ট নিয়ে পাঁচে। ছয় ও দশে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ওলি রবিনসন (৭৭৭) ও স্টুয়ার্ট ব্রড (৭৪৪)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.