সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অজি ক্রিকেটে পড়ল ফিল হিউজের ছায়া৷ সেই নভেম্বর মাস৷ সেই শেফিল্ড শিল্ডের বাইশ গজ৷ এবারের ম্যাচ তাসমানিয়ার বিরুদ্ধে৷ ব্যাট করার সময় চোট পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম ভোগসের৷ দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে বছর দুয়েক আগের স্মৃতি৷ তৈরি হয় আতঙ্ক৷
বৃহস্পতিবার তাসমানিয়ার পেসার ক্যামেরন স্টিভেনসনের বাউন্সারে ঠিক সময় মাথা সরাতে পারেননি ভোগস৷ বল সোজা গিয়ে লাগে তাঁর হেলমেটের পিছনে৷ মাথার ঠিক যে অংশে অ্যাবটের বল লেগেছিল ফিল হিউজের৷ সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ৷ অচৈতন্য অবস্থায় স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন৷ তাঁর মৃত্যুতে গোটা ক্রিকেট দুনিয়ায় নেমেছিল শোকের ছায়া৷
ভোগসও মাঠেই কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন৷ তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি৷ ডাক্তাররা মাঠেই তাঁর চিকিৎসা করেছেন৷ ১৬ রান করে আহত অবস্থায় (রিটায়ার্ড হার্ট) মাঠ ছাড়েন তিনি৷ বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনের ম্যাচে অবশ্য আর মাঠে নামতে পারবেন না তিনি৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, আপাতত সুস্থ ভোগস৷ তবে তাঁর দিকে আগামী ৪৮ ঘণ্টা নজর রাখা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.