সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে উত্তাপ যেন আরও বাড়ছে। প্রথম টেস্ট থেকেই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও অজি সংবাদমাধ্যমের আক্রমণের নিশানায় ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টের পর ফের একবার ভারত অধিনায়ককে খোঁচা অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের। এবার কোহলির সঙ্গে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের তুলনা করে বসল তাঁরা।
রাঁচি টেস্টের পর সেখানকার একটি সংবাদপত্রে একটি খবরে লেখা হয়, ‘বিরাট কোহলি ক্রীড়াজগতের মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেছেন। ট্রাম্পের মতোই কোহলিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাই হোক না কেন সব দোষ সংবাদমাধ্যমের ঘাড়ে ঠেলে দেবেন। নিজেকে বাঁচাতে এটাই তাঁর হাতিয়ার।’ এর আগে দ্বিতীয় টেস্টের পর স্মিথের ডিআরএস বিতর্ক নিয়ে কোহলি মুখ খোলায় তখনও অজি মিডিয়াকে তাঁর সমালোচনা করতে দেখা গিয়েছিল।
এদিকে, চোটের কারণে দেশে ফিরে গেলেও রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে ঝগড়া যেন এখনও ভুলতে পারেননি অজি পেসার মিচেল স্টার্ক। বেঙ্গালুরুতে স্টার্ককে আউট করে সেলিব্রেশনের সময় বারবার নিজের মাথায় আঙুল দিচ্ছিলেন অশ্বিন। সেটা যে বাঁ-হাতি পেসারের পছন্দ হয়নি, এক সাক্ষাৎকারে স্টার্কের বক্তব্য শুনে অন্তত তেমনটাই বোঝা গেল। তিনি বলেছেন, ‘আমি ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য অপেক্ষা করে রয়েছি। অশ্বিনের বিরুদ্ধে ওর কথামতোই বল করব।’ আসলে বেঙ্গালুরু টেস্টের সময় ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করছিলেন। সেসময়ে তাঁর একটি বাউন্সার ভারতীয় ব্যাটসম্যান অভিনব মুকুন্দের ব্যাটের কানায় লেগে ছয় হয়ে যায়। তারপরেই মুকুন্দকে নিজের মাথায় আঙুল দিয়ে ইশারা করেছিলেন স্টার্ক। অজিদের ব্যাটিংয়ের সময় স্টার্ককে আউট করে একইরকম অঙ্গ-ভঙ্গি করেছিলেন অশ্বিনও। ২০১৪ সালে মাথায় বলের আঘাত পেয়ে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ। তারপরেও মিচেল স্টার্ক কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? এই নিয়েও প্রশ্ন তুলছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.