Advertisement
Advertisement

কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে জয়ের সরণিতে এটিকে

উৎসবের মরশুমে জয় উপহার দিতে পেরে খুশি এটিকে বাহিনী৷

ATK wins against Kerala Blasters in ISL 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 9:54 pm
  • Updated:August 21, 2020 9:41 pm

এটিকে- ১ (জাভি লারা)

কেরালা ব্লাস্টার্স- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার কোচিতে আইএসএলের তৃতীয় মরশুমে মুখোমুখি হল কেরালা ব্লাস্টার্স ও অ্যাটলেটিকো ডি কলকাতা৷ এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল কারণ লড়াইটা কেবল দুই দলের নয় দুই মহারথীরও৷  কিন্তু ১-০ গোলে  কেরালা ব্লাস্টার্সকে  হারিয়ে শেষ হাসি হাসল এটিকে৷

কেরালা দলের মালিক শচীন, আর তাঁর মুখোমুখি সৌরভ, দুইয়ে মিলে এই ম্যাচের দিকে চোখ ছিল সারা দেশের৷ এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল এটিকে৷ মাঠে নামার আগে একটি করে ম্যাচ খেলেছিল দুই দল৷ কিন্তু জয়ের মুখ দেখতে পায়নি কেউ৷ নর্থ ইস্টের কাছে হেরে গিয়েছিল কেরালা আর চেন্নাইয়িন এফসি’র সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় কলকাতাকে৷ তাই বুধবারের ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুই দলই৷

প্রথমার্ধ থেকেই দুই দল অ্যাটাক করতে থাকে কিন্তু জালে বল জড়াতে পারেনি কোন খেলোয়াড়৷ হাফ-টাইমে তাই ০-০ স্কোর নিয়েই মাঠ ছাড়েন খেলোয়াড়রা৷

দ্বিতীয়ার্ধেও দর্শকদের ফের গতিশীল ফুটবল উপহার দিল দুই দল৷ এবার সুযোগ হাত ছাড়া না করে জাভি লারার দুরন্ত গোলে এগিয়ে যায় এটিকে৷ জালে বল জড়িয়েই বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এটিকে খেলোয়াড়রা৷ কিন্তু বারবার তাদের রক্ষণ ভেদ করে গোল বক্সের কাছাকাছি চলে গিয়েও লক্ষ্যভ্রষ্ট হল কেরালা ব্লাস্টার্স৷ গোলপোস্ট তাক করে বহু শটই ব্যর্থ হয় কেরালার৷ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত পাঁচ মিনিটেও স্কোরবোর্ড বদলাতে পারেনি কেরালা৷

শেষ পর্যন্ত এটিকে বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচে ১টি গোল করে জয়ী হল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ উৎসবের মরশুমে জয় উপহার দিতে পেরে খুশি এটিকে বাহিনী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement