Advertisement
Advertisement

Breaking News

শহরে জয়ের সেলিব্রেশনে মাতল টিম কলকাতা

এদিনই কোচি থেকে শহরে ফিরেছেন দেবজিৎ, প্রীমতরা৷

ATK celebrate their ISL 3 win in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 8:54 pm
  • Updated:August 21, 2020 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ট্রফি এনেছে দল৷ তাই সেলিব্রেশন তো জমকালো হবেই৷ আর সেই কারণেই সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি শপিংমলে চাঁদের হাট বসেছিল৷ মলের মধ্যিখানে শোভা পাচ্ছে আইএসএল ট্রফি৷ আর সেটিকে ঘিরে আইএসএল-তিন চ্যাম্পিয়ন এটিকে দল৷ কোচ মোলিনা থেকে বোরহা, সবাই হাজির হয়েছিলেন৷

এদিনই কোচি থেকে শহরে ফিরেছেন দেবজিৎ, প্রীমতরা৷ আর বিজয়ী দলের সেলিব্রেশন দেখতে ভিড় জমিয়েছিলেন ফুটবলভক্তরা৷ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল শপিংমল এবং তার আশপাশের এলাকা৷ পেনাল্টি শুটআউটে জুয়েল রাজার নেওয়া শটেই ট্রফি নিশ্চিত করেছিল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ সেই জুয়েল এদিন সমর্থকদের ধন্যবাদ জানালেন৷ ৭৯ দিনের লম্বা টুর্নামেন্টে প্রত্যেক মুহূর্তে ফুটবলভক্তরা পাশে না থাকলে এই সাফল্যে কি আর এতটা আনন্দ হত!

Advertisement

এদিকে টাইব্রেকারে গোল বাঁচিয়ে এটিকের প্রত্যেকটি ম্যাচের মতো এবারেও নায়ক সেই দেবজিৎ৷ কিন্তু অদ্ভুতভাবে প্রতিযোগিতার সেরা গোলকিপার হলেন অমরিন্দর সিং৷ যা নিয়ে আইএসএলের অন্দরেও প্রচুর সমালোচনা৷ যদিও দেবজিৎ এ ব্যাপারে কোনও মন্তব্য করতেই রাজি হলেন না৷ বললেন, “কে কী দিল সেটা বড় ব্যাপার নয়৷ আমার দল চ্যাম্পিয়ন হল কি না, সেটাই গুরুত্বপূর্ণ৷ দলকে চ্যাম্পিয়ন করে ফিরতে পেরেছি, এটাই বড় কথা৷”

শুরুর দিন থেকে হাবাসের ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে মোলিনাকে৷ দলকে চ্যাম্পিয়ন করে সেই লড়াইও যেন শেষ হয়েছে৷ তাই মোলিনা বলছিলেন, “প্রথম দিন থেকে সবাইকে বলেছি, ধৈর্য ধরতে৷ শুরু থেকেই ফুটবলারদের উপর ভরসা ছিল আমার৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement