সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গেরো কাটল৷ টানা তিন ম্যাচ ড্র করে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল অ্যাটলেতিকো ডি কলকাতা৷
দুই দলের কাছেই এ ম্যাচ ছিল মরণ-বাঁচন৷ একদিকে পরপর ড্র করে চাপে ছিল কলকাতা৷ শেষ চারে উঠতে গেলে এ ম্যাচ জিততেই হত৷ অন্যদিকে এ ম্যাচ না জিতলে গোয়ারও অভিযান প্রায় শেষ বলে ধরে নেওয়া যেত৷ এই পরিস্থিতিতেই জিকোর ছেলেদের মুখোমুখি হয় মলিনার ছেলেরা৷ শেষমেশ বাজিমাত করল কলকাতাই৷
প্রত্যাশিতভাবেই দুই দলই এদিন কেউ কাউকে জমি ছাড়তে নারাজ ছিল৷ গোড়া থেকেই একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে৷ ১০ মিনিটের মাথাতেই আক্রমণ, ফিরতি আক্রমণে বোঝা যায় ম্যাচের উত্তেজনা৷ ১২ মিনিটেই কর্ণার আদায় করে নেয় কলকাতা৷ যদিও শেষমেশ তা ফলপ্রসূ হয়ে ওঠেনি৷ ১৫ মিনিটে পাল্টা সুযোগ পেয়ে যায় গোয়া৷ যদিও গোলমুখ খেলেনি৷ ১৬ মিনিটে হলুদ কার্ড দেখেন পোস্তিগা৷ তবে বাজিমাত হয় কলকাতারই৷ ২৭ মিনিটে বেলেনকোসোর গোলে এগিয়ে যায় কলকাতা৷
দ্বিতীয়ার্ধে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থাতেই শুরু করে মলিনার ছেলেরা৷ তবে এই পর্বে আক্রমণের ঝাঁঝ অনেক বেশি ছিল গোয়ার৷ তাতেই খোলে গোলমুখ৷ ৮০ মিনিটে মন্দার রাওয়ের গোলে সমতায় ফেরে গোয়া৷ ম্যাচ যেদিকে এগোচ্ছিল তাতে ফের একটি ড্রয়ের আশঙ্কা করছিলেন সমর্থকরা৷ তবে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন৷ ইনজুরি টাইমে কলকাতাকে এগিয়ে দিয়ে নায়ক বনে যান পিয়ারসন৷
ঘরের মাঠে এই গোয়ার কাছেই আটকে গিয়েছিল কলকাতা৷ এবার গোয়াতে গিয়েই জিকোর ছেলেদের হারালেন তারা৷ পাশাপাশি শেষ চারে পৌঁছনো প্রায় নিশ্চিত হল কলকাতার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.