অ্যাটলেটিকো ডি কলকাতা- ২ (পোস্তিগা, বেলেনকোসো)
নর্থইস্ট ইউনাইটেড- ১ (আলভারো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই উৎসবের আমেজ এটিকে শিবিরে৷ শুক্রবার আইএসএলের ম্যাচে জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল কোচ মলিনার ছেলেরা৷ সেইসঙ্গে এই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে চলে গেল কলকাতা৷ ঘরের মাঠে টানা দু’ম্যাচ হারলেন কাটসুমিরা৷ যদিও এদিন ম্যাচের রাশ শুরুতে অনেকটাই ছিল নর্থইস্টের হাতে৷ প্রথমার্ধে আলভারো, কাটসুমিদের একের পর এক আক্রমণে কলকাতার ডিফেন্স নড়বড়ে দেখাচ্ছিল৷ প্রথমার্ধে আলভারোর দুরন্ত হেডে এগিয়ে যায় নর্থইস্ট৷
কিন্তু বিরতির পরই জ্বলে ওঠেন বোরহা, প্রবীররা৷ আক্রমণের ঝাঁঝ বাড়তে থাকে নর্থইস্টের রক্ষণভাগে৷ বেশ খাটতে হয়েছে নর্থইস্টের গোলকিপার সুব্রত পালকে৷ বারংবার আক্রমণ থেকেই আসে এটিকের প্রথম গোল৷ গোল করেন এটিকের হেলডার পোস্তিগা৷ তাঁর চোট নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন এটিকে কর্তারা৷ এদিনও তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে ছিল৷ তাই তাঁকে দ্বিতীয়ার্ধে নামান কোচ মলিনা৷ আর নামার কিছুক্ষণ পরেই চলতি আইএসএলের প্রথম গোল করলেন পোস্তিগা। নিজের জাত চেনালেন এই পর্তুগিজ প্রাক্তন বিশ্বকাপার।
তারপর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ করছিল৷ ম্যাচের শেষলগ্নে জয়সূচক গোল করেন এটিকের বেলেনকোসো। এদিন তাঁর সৌজন্যেই জয়ের রাস্তা খুঁজে পায় কলকাতা৷ শেষ পর্যন্ত হাল ছাড়তে নারাজ ছিলেন কাটসুমিরা৷ তবে ভাগ্যদেবী এদিন তাঁদের সহায় ছিলেন না৷ তাই হেরেই মাঠ ছাড়তে হল তাঁদের৷ অন্যদিকে, দীপাবলির আগে আগাম উৎসবে মাতলেন পোস্তিগারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.