Advertisement
Advertisement

দিল্লিকে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় কলকাতার

দ্য লায়ন্সকে মাটি ধরিয়ে তিন ধাপ উপরে উঠে লিগ তালিকার দু'নম্বরে পৌঁছে গেল আইএসএল-এর প্রথম মরশুমের চ্যাম্পিয়নরা৷

ATK beat Delhi Dynamos by 1-0 in ISL 3
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 9:31 pm
  • Updated:October 22, 2016 9:40 pm  

অ্যাটলেটিকো ডি কলকাতা – ১ (হিউম)

দিল্লি ডায়নামোস – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল কার্ড, পেনাল্টি থেকে গোল হাতছাড়া, ১০ জনের দলের ঘুরে দাঁড়ানো – সবমিলিয়ে শনিবার রুদ্ধশ্বাস একটি ম্যাচের সাক্ষী থাকলেন রবীন্দ্র সরোবরে উপস্থিত দর্শকরা৷ আর সেই সঙ্গে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে প্রথম জয়ের মুখ দেখল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল৷

প্রথমার্ধে ডাউটির পাস থেকে হিউমের একটি নিশ্চিত গোল হাতছাড়া হওয়া ছাড়া বলার মতো তেমন কিছু নেই৷ ম্যাচ জমে উঠল দ্বিতীয়ার্ধে৷ ৭৪ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এটিকে-র হেনরিকে সেরেনোকে৷ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন দিল্লির মার্সেলিনহো৷ কিন্তু তাঁর স্পট কিক বারের উপর দিয়ে মাঠে বাইরে চলে যায়৷ কলকাতার ১০ জন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয় দিল্লি৷ উল্টে ৭৮ মিনিটে লালচাউকিমা বক্সের ভিতর ডাউটিকে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় মোলিনার দল৷ কলকাতাকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিতে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ইয়ান হিউম৷ নতুন ঘরের মাঠে দু’টি ম্যাচ ড্র করার পর অবশেষে সমর্থকদের জয় উপহার দিতে পারলেন দেবজিৎরা৷ পোস্তিগা ছাড়াই দল জেতায় স্বস্তি ফিরল শিবিরে৷

দ্য লায়ন্সকে মাটি ধরিয়ে তিন ধাপ উপরে উঠে লিগ তালিকার দু’নম্বরে পৌঁছে গেল আইএসএল-এর প্রথম মরশুমের চ্যাম্পিয়নরা৷ পাঁচ ম্যাচে তাঁদের সংগ্রহ ৯ পয়েন্ট৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement