Advertisement
Advertisement

Breaking News

ঘরের মাঠে নর্থইস্টকে হারাতে ব্যর্থ হল এটিকে

গোলপোস্টের নিচে একা দেবজিৎ আর কতদিন রক্ষা করবেন৷

ATK and North East United's match drawn
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 9:18 pm
  • Updated:November 17, 2016 9:18 pm  

অ্যাটলেটিকো ডি কলকাতা – ১ (হিউম)

নর্থইস্ট ইউনাইটেড – ১ (নিকোলাস ভেলেজ)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একদম ভাল যাচ্ছে না স্প্যানিশ কোচ মলিনার৷ নাহলে কয়েকদিন আগে দিল্লির সঙ্গে জেতা ম্যাচ ড্র করে আসার পর এদিনও ফের ঘরের মাঠে কাটসুমিদের নর্থইস্টকে হারাতে ব্যর্থ হল কলকাতা৷ বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ ১-১ স্কোরে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল হিউম, পোস্তিগাদের৷ ম্যাচের প্রায় শেষলগ্নে হেড থেকে গোল করে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচালেন এটিকের হিউম৷

সেদিন দিল্লির মাঠে এগিয়ে থেকেও শেষদিকে ডিফেন্সের ভুলে ম্যাচ ড্র করতে হয়েছিল অর্ণব, পোস্তিগাদের৷ বলা ভাল, কোনওক্রমে ড্র করে মুখরক্ষা করেছিল এটিকে৷ এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সমর্থকদের সামনে খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় গোল হজম করল এটিকে৷ সেই এক ডিফেন্সের ভুলে জালে বল ঢুকিয়ে দেন নর্থইস্টের নিকোলাস ভেলেজ৷ গোলপোস্টের নিচে একা দেবজিৎ আর কতদিন রক্ষা করবেন৷ ম্যাচের শেষদিকে আলভারোর হেডার প্রায় একহাত দিয়ে গোললাইন সেভ করলেন ‘সেভজিৎ’ দেবজিৎ৷ ডিফেন্সের ভুল দিন দিন বেড়েই চলেছে৷ তা ভালই জানেন কোচ মলিনা৷ ডিফেন্স, মাঝমাঠ এবং ফরোয়ার্ডলাইন, এদিন সব নিয়েই চরম হতাশ দেখাল মলিনাকে৷ লজ্জার শেষ থাকত না যদি হিউম গোল না করতেন৷ হিউমের গোলের পর গ্যালারিতে ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা যতই উচ্ছ্বাস দেখান না কেন, কোচের কপালে চিন্তার ভাঁজ কিন্তু বাড়ল বই কমল না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement