সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু মাঠের লড়াই জিতে শুধু যে দেশকে সোনা এনে দেন এমনটা নয়, মাঠের বাইরেও তিনি ‘হিরো’৷ সে কথাই প্রমাণ করে দিলেন ভারতীয় অ্যাথলিট কৃষ্ণা পুণিয়া৷ তাঁর সাহস এবং তৎপরতায় সম্মান রক্ষা হল দুই কিশোরীর৷
রাজস্থানের চুরু গ্রাম দিয়ে গাড়ি করে ফিরছিলেন ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কৃষ্ণা৷ স্থানীয় রেলগেটের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করার সময় হঠাৎই তাঁর চোখে পড়ে, তিনজন যুবক মিলে দু’টি কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করছে৷ সাত-পাঁচ না ভেবে তাদের আটকাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান তিনি৷ কৃষ্ণাকে তেড়ে আসতে দেখে মোটরবাইকে চেপে সেখান থেকে চম্পট দেয় ওই তিনজন৷ যদিও একজনকে বাইক থেকে টেনে ফেলে দেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার৷ তিনি বলেন, “দূর থেকে নজরে পড়ে দু’জন কিশোরীকে তিনজন মিলে হেনস্তা করার চেষ্টা করে চলেছে৷ মনে হল, ওরা তো আমার বোনও হতে পারত৷ তাই সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলাম৷”
অভিযুক্ত ওই যুবককে আটকে রেখে পুলিশে ফোন করেন তিনি৷ তবে পুলিশের ঢিলেমিতে বেশ অসন্তুষ্ট পুণিয়া৷ বিরক্ত অ্যাথলিট বলেন, “মাত্র দু’মিনিটের দূরত্বেই রয়েছে থানা৷ তা সত্ত্বেও পুলিশকে একাধিকবার ফোন করার পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়৷” স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৩৯ বছরের অ্যাথলিট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.