Advertisement
Advertisement

ওলিম্পিক অভিযান শেষ বাংলার অতনুর, বিদায় গুট্টাদেরও

গোটা দিন জুড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের সঙ্গী বলতে স্রেফ হতাশা৷

Atanu, jwala fails, a bad day for India in Rio
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 8:50 pm
  • Updated:July 11, 2018 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে ভারতীয় অ্যাথলিটদের হারের ধারা অব্যাহত৷ সপ্তম দিনে শেষ হয়ে গেল বাংলার অতনু দাসের ওলিম্পিক অভিযান৷ পরাজয় জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পা জুটিরও৷ সামগ্রিকভাবে আপাতত আরও একটি হতাশার দিনই কাটল ভারতীয়দের জন্য৷

লিয়েন্ডার, সানিয়া, অভিনবদের মতো তারকা অ্যাথলিটদের ব্যর্থতার মধ্যেই ওলিম্পিকে পদকজয়ের আশা জাগিয়েছিলেন বাংলার ছেলে অতনু দাস৷ তিরন্দাজিতে পৌঁছে গিয়েছিলেন শেষ ষোলোয়৷ কিন্তু কোয়ার্টার ফাইনালের দরজা খুলতে পারলেন না৷ এদিন কোরিয়ার প্রতিদ্বন্দ্বী লি সাং ইয়ংকে ভালরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিলেন৷ দ্বিতীয় সেটে তাঁর পারফরমেন্স দেখে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় দর্শকরা৷ থার্ড সেটে লড়াইও হয়েছিল সেয়ানে সেয়ানে, খেলার ফলাফল টাই হয়৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ফোর্থ সেটের শেষে এগিয়ে যান লি৷ ৪-৬ সেটে তাঁর কাছে হেরে আপাতত ওলিম্পিক অভিযান শেষ অতনুর৷

Advertisement

এদিন মহিলাদের ডাবলসে নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলেন গুট্টারা৷ প্রথম সেটে নড়বড়ে থাকলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন তাঁরা৷ কিন্তু এখানেও শেষমেশ পরাজয়৷ নেদারল্যান্ডসের এস পিক ও এস  মুসকেন জুটির কাছে ১৬-২১, ২১-১৬, ১৭-২১ সেটে হেরে ডাবলস থেকে ছিটকে যান তাঁরা৷

৫০ মিটার প্রোন শুটিংয়ে ব্যর্থ হন গগন নারাং ও চৈন সিংও৷ ডিসকাস থ্রোয়ে পুরুষদের ফাইনালে উঠতে ব্যর্থ বিকাশ গৌড়াও৷

গোটা দিন জুড়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রাপ্তি বলতে স্রেফ হতাশা৷ তবে এখনও আশা জাগাচ্ছে ভারতীয় হকি দল৷ পুরুষ হকিতে কানাডার মুখোমুখি হচ্ছেন শ্রীজেশরা৷ ইতিমধ্যেই শেষ আটে চেল যাওয়ায় এই ম্যাচটি এখন স্রেফ নিয়মরক্ষার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement