Advertisement
Advertisement
Asian Games 2023

Asian Games: তিরন্দাজি ফাইনালে দুই ভারতীয়, সোনা ও রুপো নিশ্চিত টিম ইন্ডিয়ার

তিরন্দাজিতে আরও একটি রুপো নিশ্চিত করেন জ্যোতি।

Asian Games 2023: India have been assured of one gold and two silver medals in Archery at the Asian Games । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 3, 2023 2:01 pm
  • Updated:October 3, 2023 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games 2023)তিরন্দাজিতে একটি সোনা ও দুটো রুপো নিশ্চিত করলেন ভারতীয় তিরন্দাজরা। ভারতের অভিষেক বর্মা (Abhishek Verma) ও ওজাস ডিওটেল (Ojas Deotale) কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে মুখোমুখি হবেন ভারতের এই দুই তিরন্দাজ। ফলে ভারতেরই এক জন সোনা জিতবেন। একজন পাবেন রুপো।
অভিষেক বর্মা ১৪৭-১৪৫-এ হারান জেহুন জুকে। অন্যদিকে ওজাস ডিওটেল জেওন ইয়াংকে চার পয়েন্টে হারান। দক্ষিণ কোরিয়ার দুই তিরন্দাজ ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন।

[আরও পড়ুন: এ কেমন ধোনি! ভোল বদলে চমকে দিলেন ‘ক্যাপ্টেন কুল’, দেখুন ভাইরাল ছবি]

আরেকটি রুপো নিশ্চিত করেন জ্যোতি সুরেখা ভেনাম। তিনি স্বদেশীয় অদিতি স্বামীকে পরাস্ত করেন মহিলাদের কম্পাউন্ড বিভাগে। জ্যোতি সুরেখা ভেনাম ১৪৯-১৪৬-এ হারান স্বামীকে।
১৭ বছর বয়সি অদিতি স্বামী এবার ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন। অন্যদিকে জ্যোতি ভেনাম ,সোনার জন্য নামবেন ফাইনালে। এবার তিন তৃতীয় বার এশিয়ান গেমসে নামছেন তিনি। ভেনাম অবশ্য একাধিক তিরন্দাজি বিশ্বকাপে সোনা জেতেন। কিন্তু এশিয়ান গেমসে এখনও সোনা অধরা। এর আগে ২০১৮ সালে রুপো জেতেন জ্যোতি সুরেখা ভেনাম। তারও চার বছর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement