Advertisement
Advertisement

গেমসে রেকর্ড গড়ে দেশকে সপ্তম সোনা এনে দিলেন তাজিন্দারপাল সিং

স্কোয়াশে ব্রোঞ্জ ঘরে তুললেন দীপিকা পাল্লিকল।

Asian Games 2018: Tajinderpal Singh Toor Wins Gold in Shot Put
Published by: Sulaya Singha
  • Posted:August 25, 2018 9:18 pm
  • Updated:August 25, 2018 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসের ষষ্ঠদিন রোয়িং ও টেনিসের হাত ধরে ভারতের ঝুলিতে এসেছিল জোড়া সোনা। সপ্তমদিনও সোনার ইতিহাস রচনা করল ভারত। দিনের শেষে শট পাটে সোনা জিতলেন তাজিন্দারপাল সিং তুর। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ২০.৭৫ মিটার থ্রো করে গেমসে রেকর্ড গড়ে সোনা ঘরে তুললেন ভারতীয় অ্যাথলিট। এদিন নজর কাড়লেন ভারতীয় স্কোয়াশ তারকারাও। স্কোয়াশে এল মোট তিনটি ব্রোঞ্জ পদক।

[বিরাটকে এখনই শচীনের সঙ্গে তুলনা করতে নারাজ শেহওয়াগ]

মহিলা স্কোয়াশে ব্রোঞ্জ পদক পেলেন দীপিকা পাল্লিকল কার্তিক। মালয়েশিয়ার নিকোল ডেভিডের কাছে সেমিফাইনালে ০-৩ ব্যবধানে হারেন ক্রিকেটার দীনেশ কার্তিকের বেটারহাফ। এদিকে আরেকটি ব্রোঞ্জ ঘরে তোলেন ৩১ বছরের জ্যোৎস্না চিনাপ্পা। তিনিও পরাস্ত হন মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছেই। মাত্র ১৯ বছরের শিবসঙ্গারির দুর্দান্ত পারফরম্যান্সের সামনে টিকতে পারেননি জ্যোৎস্না। ম্যাচের ফল ১-৩। তাঁদের দৌলতেই দেশের পদক সংখ্যা বাড়ল। আর সেই কারণেই দীপিকা এবং জ্যোৎস্নাকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। দু’জনের ধারাবাহিক ভাল ফর্মের প্রশংসাও করেছেন তিনি। 

[ডিকার হ্যাটট্রিকে পশ্চিমবঙ্গ পুলিশকে উড়িয়ে দিয়ে ফের লিগ শীর্ষে মোহনবাগান]

এদিকে পুরুষ স্কোয়াশের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হল সৌরভ ঘোষালকে। মহিলা হকিকে পুল বি-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল ভারতীয় মহিলা হকি দল। সপ্তম দিনের শেষে ২৯ টি পদক (সাতটি সোনা, পাঁচটি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ) নিয়ে ভারত রইল নবম স্থানে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement