সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসের ষষ্ঠদিন রোয়িং ও টেনিসের হাত ধরে ভারতের ঝুলিতে এসেছিল জোড়া সোনা। সপ্তমদিনও সোনার ইতিহাস রচনা করল ভারত। দিনের শেষে শট পাটে সোনা জিতলেন তাজিন্দারপাল সিং তুর। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ২০.৭৫ মিটার থ্রো করে গেমসে রেকর্ড গড়ে সোনা ঘরে তুললেন ভারতীয় অ্যাথলিট। এদিন নজর কাড়লেন ভারতীয় স্কোয়াশ তারকারাও। স্কোয়াশে এল মোট তিনটি ব্রোঞ্জ পদক।
#AsianGames2018: Tajinderpal Singh Toor wins gold medal in men’s Shot Put. pic.twitter.com/KEzz1yzo9y
— ANI (@ANI) August 25, 2018
A historic Gold and a new record!
Congratulations to Tejender Pal Singh Toor for winning the prestigious Gold medal in the Shot put event at the @asiangames2018. Proud of him for setting a new Asian Games record as well. pic.twitter.com/19Ccik3ovi
— Narendra Modi (@narendramodi) August 25, 2018
Great game by our noted squash player @DipikaPallikal! Congratulations for the Bronze medal in the @asiangames2018. She’s been consistently distinguishing herself and achieving remarkable success internationally. #AsianGames2018 pic.twitter.com/UaKXTOiJXm
— Narendra Modi (@narendramodi) August 25, 2018
More laurels from squash!
Well done @joshnachinappa for winning a Bronze Medal and enhancing India’s pride. Your winning the medal will motivate several youngsters across India to excel in squash. #AsianGames2018 pic.twitter.com/8y8v990chJ
— Narendra Modi (@narendramodi) August 25, 2018
মহিলা স্কোয়াশে ব্রোঞ্জ পদক পেলেন দীপিকা পাল্লিকল কার্তিক। মালয়েশিয়ার নিকোল ডেভিডের কাছে সেমিফাইনালে ০-৩ ব্যবধানে হারেন ক্রিকেটার দীনেশ কার্তিকের বেটারহাফ। এদিকে আরেকটি ব্রোঞ্জ ঘরে তোলেন ৩১ বছরের জ্যোৎস্না চিনাপ্পা। তিনিও পরাস্ত হন মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছেই। মাত্র ১৯ বছরের শিবসঙ্গারির দুর্দান্ত পারফরম্যান্সের সামনে টিকতে পারেননি জ্যোৎস্না। ম্যাচের ফল ১-৩। তাঁদের দৌলতেই দেশের পদক সংখ্যা বাড়ল। আর সেই কারণেই দীপিকা এবং জ্যোৎস্নাকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। দু’জনের ধারাবাহিক ভাল ফর্মের প্রশংসাও করেছেন তিনি।
এদিকে পুরুষ স্কোয়াশের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হল সৌরভ ঘোষালকে। মহিলা হকিকে পুল বি-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল ভারতীয় মহিলা হকি দল। সপ্তম দিনের শেষে ২৯ টি পদক (সাতটি সোনা, পাঁচটি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ) নিয়ে ভারত রইল নবম স্থানে।
Proud of you, Tajinderpal Singh Toor! Congratulations on winning the Gold medal with a record throw of 20.75m in Men’s shot put at the #AsianGames2018. India is very proud of your exemplary accomplishment. Keep it up! #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 25, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.