সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই পদক নিশ্চিত করে ফেলেছিলেন। এদিন দেশের প্রথম মহিলা শাটলার হিসেবে সাইনা নেহওয়ালের হাতে উঠল ব্রোঞ্জ। অন্যদিকে সোনার হাতছানি পি ভি সিন্ধুর সামনে।
FOR THE FIRST TIME IN #ASIANGAMES, we have won a medal in women’s singles Badminton!@NSaina clinches a bronze, and ends our dry spell! Proud of you and your achievement!#KheloIndia #AsianGames2018 #IndiaAtAsianGames pic.twitter.com/B1pwKNqWB4
— Rajyavardhan Rathore (@Ra_THORe) August 27, 2018
.@Pvsindhu1 congrats on taking Indian badminton to an all new level at Asian Games 2018. #GoForGold & make India proud. #GoldForIndia
— Abhinav Bindra OLY (@Abhinav_Bindra) August 27, 2018
এশিয়ান গেমসের নবম দিনের শুরুটা হল হায়দরাবাদি শাটলার সাইনার ব্রোঞ্জ জয় দিয়ে। এদিন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের কাছে ১৭-২১, ১৪-২১ স্ট্রেট গেমে পরাস্ত হন সাইনা। সেই সঙ্গে শেষ হয় রুপো কিংবা সোনা জয়ের স্বপ্নও। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে চোট সারিয়ে কোর্টে ঘুরে দাঁড়িয়ে পদক জিততে পারায় খুশি বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। সাইনার ব্যর্থতার দিন অবশ্য সোনা জয়ের আশা জিইয়ে রাখলেন সিন্ধু। অন্য সেমিফাইনালে দ্বিতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৭, ১৫-২১, ২১-১০ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছে যান সিন্ধু। আর সেই সঙ্গে নিশ্চিত করে ফেললেন রুপো জয়। তবে রুপো নয়, সোনালি পদকই ঘরে তুলতে মরিয়া হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসেবে এশিয়াডের সিঙ্গলস বিভাগের ফাইনালে উঠে নজির গড়লেন সিন্ধু। এবারই আসল চ্যালেঞ্জ তাঁর সামনে। মঙ্গলবার বিশ্বের এক নম্বর তাই জুকে পরাস্ত করতে পারলেই প্রথমবার গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরবেন তিনি।
শেষবার ১৯৮২ সালে এশিয়াডে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ঝুলিতে ভরেছিলেন সৈয়দ মোদি। এবার তাই গোটা দেশে নজর সিন্ধুর দিকে। রিও অলিম্পিকে রুপো জিতে তাক লাগিয়েছিলেন তিনি। এবার ভক্তদের প্রার্থনা তাঁর হাত ধরেই যেন দেশে আসে আরও একটি সোনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.