Advertisement
Advertisement

এশিয়াড থেকে ফিরে বিমানবন্দরেই বাগদান সারলেন সোনাজয়ী ভিনেশ

চেনেন তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকে?

Asian Games 2018: Gold medalist Vinesh Phogat gets engaged at airport
Published by: Sulaya Singha
  • Posted:August 28, 2018 5:09 pm
  • Updated:August 28, 2018 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতেছেন ভিনেশ ফোগাট। মেয়ে বাড়ি ফেরার আগে থেকেই পরিবারে উৎসব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নয়াদিল্লি বিমানবন্দরে পা রেখে যা অভিজ্ঞতা হল ভিনেশের, তা হিন্দি সিনেমার থেকে কম কিছু নয়।

শাখরুখ খানের সুপারহিট ‘চক দে ইন্ডিয়া’ ছবির শেষ দৃশ্যটা মনে আছে? ভারতীয় মহিলা হকি দল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পরই অধিনায়িকাকে বিমানবন্দরেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের নেতা। সে প্রস্তাব অবশ্য খারিজ করে দিয়েছিলেন নেত্রী। ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘদিনের বান্ধবী সোনাজয়ী ভিনেশ ফোগাটকে বিমানবন্দরেই বাগদান সেরে ফেলার প্রস্তাব দিয়ে বসলেন সোমবীর রথি। বয়ফ্রেন্ডের এমন লোভনীয় প্রস্তাব অবশ্য নাকচ করেননি ভিনেশ। হরিয়ানার ফোগাট পরিবারে তাই এখন জোড়া উৎসব।

Advertisement

[ফাইনালে ফের ব্যর্থ সিন্ধু, এশিয়াডে রুপোতেই সন্তুষ্ট হায়দরাবাদি শাটলার]

সোমবীর গ্রেকো-রোমান কুস্তিগির। কুস্তির আখড়া থেকেই প্রেমের সূত্রপাত দু’জনের। দীর্ঘদিনের সেই প্রেম এবার পারিবারিক সম্পর্কে বদলে গেল। জাকার্তা থেকে নয়াদিল্লি বিমানবন্দরে পা রাখামাত্রই গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেন সোমবীর। আংটি নিয়েই দাঁড়িয়ে ছিলেন বিমানবন্দরের গেটের বাইরে। ভিনেশকে সামনে দেখেই আংটি বদলের পালা সেরে ফেলেন। এখানেই শেষ নয়। গত শুক্রবার ভিনেশের জন্মদিন উপলক্ষে বিমানবন্দরের বাইরে কেকও কাটা হয়।

সম্প্রতি শোনা গিয়েছিল, এশিয়াডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে নাকি প্রেম পর্ব চলছে ভিনেশের। যদিও কড়া ভাষাতেই সেসব গুজব উড়িয়ে দিয়েছিলেন ববিতা ফোগাটের তুতো বোন। ভিনেশ জানান, “সোমবীর এবং আমার সম্পর্ক প্রায় সাত-আট বছরের। এবং গোটা দেশ সেটা জানে।” বাগদান সেরে সব জল্পনায় জলও ঢেলে দিলেন তিনি। পেশাদার জীবনে সোনা জয়ের পর সোমবীরের হাত ধরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভিনেশ।

[বন্যাদুর্গত কেরলের পাশে মোহনবাগান ফুটবলাররা, তৈরি হচ্ছে নতুন ফান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement