Advertisement
Advertisement

কোরিয়াকে শ্যুটআউটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ভারত পাঁচের মধ্যে পাঁচবারই দক্ষিণ কোরিয়ার জালে বল ঢুকিয়ে এদিন জয় ছিনিয়ে আনে৷

Asian Champions Trophy; India WINS, through to the finals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 7:13 pm
  • Updated:October 29, 2016 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পুরুষদের হকিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত৷ শনিবার টানটান উত্তেজনার সেমি ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটে দুই দলেরই স্কোরলাইন ছিল ২-২৷ খেলা গড়ায় শ্যুটআউট পর্যন্ত৷ দুই দলই পাঁচটি করে শট নেয়৷ দক্ষিণ কোরিয়া পাঁচের মধ্যে চারবার ভারতের গোলপোস্টে বল ঢুকিয়ে দেয়৷ কিন্তু ভারত পাঁচের মধ্যে পাঁচবারই দক্ষিণ কোরিয়ার জালে বল ঢুকিয়ে এদিন জয় ছিনিয়ে আনে৷

ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে সহজ সুযোগ নষ্ট করেন রুপিন্দর পাল৷ ম্যাচের ১৫ মিনিটের মাথায় তলবিন্দর সিংয়ের জোরাল শটে ভারত এক গোলে এগিয়ে যায়৷ প্রথম কোয়ার্টারে এগিয়ে থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে কোরিয়ার সিও ইনয়ু শ্রীজেশকে বোকা বানিয়ে ভারতের গোলপোস্টে বল ঢুকিয়ে দেন৷ এরপর কোরিয়া একটি পেনাল্টির সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি৷ তার জন্য ফের কৃতিত্ব দিতেই হয় ভারতীয় গোলকিপার শ্রীজেশকে৷ প্রথমার্ধ ১-১ গোলে অমীমাংসিত থাকে৷

Advertisement

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই রুপিন্দরের জোরাল শট আটকে দেন কোরীয় গোলকিপার ডুপইয়ো হং৷ এদিনের ম্যাচে সবুজ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় কোরিয়ার খেলোয়াড় কিম হাইয়ংকে৷ তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া খেলে ১০ জনকে নিয়ে৷ প্রবল বৃষ্টিভেজা ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন ইয়াং জিহুন৷ কিন্তু রমণদীপ সিংয়ের দুর্দান্ত ড্রিবলিং ও শট ৫৫ মিনিটে ভারতকে সমতায় ফেরায়৷ শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-২ গোলে ম্যাচ অমীমাংসিত রয়ে যায়৷ খেলা গড়ায় শ্যুটআউটে৷ সর্দার সিং, রুপিন্দর পাল, আকাশদীপরা প্রতিটি শটই বিপক্ষের জালে ঢুকিয়ে দেন৷ কিন্তু দক্ষিণ কোরিয়ার লি-এর শট শ্রীজেশ আটকে দেন৷ শাহরুখ খান অভিনীত হকি-কেন্দ্রিক সিনেমা ‘চক ডে ইন্ডিয়া’-র ধাঁচে ভারতীয় পুরুষ দল এদিনের ম্যাচ জিতে চলে গেল ফাইনালে৷ শ্রীজেশ, রুপিন্দর, সর্দার সিংরা প্রথম থেকেই এই টুর্নামেন্টে দাপিয়ে খেলছেন৷ আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ২৫টি গোল করেছে, হজম করেছে মাত্র ৬টি৷ অন্যদিকে, চার দেশের আন্তর্জাতিক জুনিয়র হকি টুর্নামেন্টে ভারতীয় পুরুষ দল স্পেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে৷

india_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement