Advertisement
Advertisement

মেজর শর্মাকে ঘিরেই উত্তাপ বাড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের

এবার ইন্ডিয়াকেও হারাব!, হুঙ্কার পাক ওপেনার ইমাম-উল-হকের।

Asia Cup: India to meet Pakistan again
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 23, 2018 12:34 pm
  • Updated:September 2, 2022 3:21 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রোহিত গুরুনাথ শর্মাকে শনিবাসরীয় দুবাই গ্র্যান্ড হায়াত হোটেলের কোথাও দেখা গেল না। দুবাই গ্র্যান্ড হায়াত এখানকার সবচেয়ে অভিজাত হোটেলগুলোর একটা। পাকিস্তান সহ এশিয়া কাপের বাদবাকি টিমগুলো ইন্টারকন্টিনেন্টালে উঠলেও ভারত উঠেছে গ্র্যান্ড হায়াতে। দুপুর দুপুর আরব আমিরশাহির ভারতীয় ঠিকানায় গিয়ে দেখা গেল, সস্ত্রীক দীনেশ কার্তিক শপিংটপিং করে ঢুকছেন। কিছুক্ষণ পর টিমের বোলিং কোচ ভরত অরুণকেও আবিষ্কার করা গেল, শপিং ব্যাগ হাতে। কিন্তু তিনি-রোহিত শর্মা কোথাও নেই।

[ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন, আজ ফের চমক দেবেন এই পাক ফ্যান]

Advertisement

শোনা গেল, এশিয়া কাপের ভারত অধিনায়ক ম্যাচ ডে না থাকলে বিশেষ নাকি নামছেন-টামছেন না। খাবারদাবার পর্যন্ত ডাকিয়ে নিচ্ছেন রুম সার্ভিসেই। তা তিনি করতেই পারেন। লবিতে না নামতে পারেন। তাঁরও মনুষ্যশরীর, ঠাসা এশিয়া কাপ শিডিউলের মধ্যে যার পর্যাপ্ত বিশ্রাম দরকার। যেখানে নামার, যেখানে করার, সেখানে তো কাজটা করে যাচ্ছেন। এক-আধ দিন নয়। প্রায় রোজ। দুবাইয়ের বাইশ গজে। এদিকে রবিবাসরীয় ক্রিকেট যুদ্ধের আবহে আচমকা দু’দেশের সেনা বিবৃতিকে ঘিরে উত্তেজনার আগুন লাল মেঘ জমতে শুরু করেছে। পাকিস্তানের খবরের কাগজ-নিউজ ওয়েবসাইট খুলে দেখা গেল, দু’দেশের বিদেশমন্ত্রকের বৈঠক বাতিলের পর ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কাশ্মীরের জঙ্গিকুল এবং পাক সেনাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার যে গর্জন তুলেছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে পাকিস্তানে। পাক সেনার অন্যতম মেজর জেনারেল আসিফ গফুর লাহোরের কোনও কোনও টিভি চ্যানেলে পাল্টা তর্জন করেছেন, পাকিস্তান যে পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ সেটা যেন ভারত মনে রাখে! যুদ্ধের জন্য সব সময় তৈরি পাকিস্তান। আর পাকিস্তান এটাও জানে যে, যুদ্ধ সব সময় দু’টো অপ্রস্তুত দেশের মধ্যে হয়। দু’টো প্রস্তুত দেশের মধ্যে নয়। যে পাক শাসানির মর্মার্থ অনুধাবন খুব সহজ-ভারত জেনে রেখো, তোমরা সীমান্ত আক্রমণ করলে আমরাও হাত গুটিয়ে বসে থাকব না!

মুশকিল হল, সেটা ওয়াঘা সীমান্তে। কাশ্মীর সীমান্তে। কিন্তু ক্রিকেট সীমান্তে? সেখানে তো একা ‘হিটম্যানে’র সঙ্গেই লড়ার মতো কোনও পাক সামরিক বাহিনী খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান। বাংলাদেশ। আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে দু’টো টিম ভারতীয় ক্রিকেট মেজর রোহিত শর্মার বিরুদ্ধে শুধু জলপাই রঙা পোশাক পরেই নেমেছে। কিন্তু যুদ্ধজয় আর সম্ভব হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে করেন ৫২। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৮৩।  

পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক আফগানিস্তান ম্যাচ জিতে নতুন হুঙ্কার ছেড়েছেন। পাকিস্তানি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইনজামাম উল হকের ভ্রাতুষ্পুত্র শুনিয়ে রেখেছেন, মানুষ ভুল থেকে শেখে। ভারতের বিরুদ্ধে তিনি প্রথম ম্যাচে ক্রিজ ছেড়ে ভুবনেশ্বর কুমারকে যে ভাবে ফেলে দিতে চেয়েছিলেন, সেই ভুল রবিবার আর করবেন না। “আল্লাহ তালাহকে ধন্যবাদ। আফগানিস্তান ম্যাচে আমি সেই ভুল শুধরে নিয়েছি। ইন্ডিয়ার বিরুদ্ধে ওই শটটা মেরে আ নিজেই হতাশ হয়ে পড়েছিলাম। কারণ ওটা আমার খেলা নয়,” বলেছেন ইমাম। সঙ্গে জুড়েছেন, “আফগানদের দারুণ হারালাম। মোমেন্টাম পেয়ে গিয়েছি। এবার ইন্ডিয়াকেও হারাব! চিরাচরিত পাক অস্ত্রঝঙ্কার। কিন্তু পরীক্ষাটা তো মাঠে হবে। ভারতের রোহিতের পাল্টা পাকিস্তানের ইমাম দিতে পারেন কি না, বোঝা যাবে রবিবার।

[ বাংলাদেশের বিরুদ্ধে বিরল রেকর্ড গড়ে কিংবদন্তীদের তালিকায় ধাওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement