Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023

Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ভয়ংকর হতে পারে, বাবরদের সতর্ক করলেন ভারতের প্রাক্তন তারকা

বিরাট ব্যাটের দিকে তাকিয়ে ভারত।

Asia Cup 2023: Virat Kohli will be very dangerous against Pakistan, says Mohammad Kaif। Sangbad Pratidin

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বোলারদের ধ্বংস করে এভাবেই সেলিব্রেশন করেছিলেন বিরাট। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 31, 2023 2:53 pm
  • Updated:August 31, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ২৩ অক্টোবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মঞ্চ। মেলবোর্নের বাইশ গজে সেই রাতে পাকিস্তানের সংহার করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে ৮২ রানের সেই অপরাজিত মহাক্যাবিক ইনিংস, ভারতীয় ক্রিকেটে আজীবনের ‘হল অফ ফেম’-এ ঢুকে গিয়েছে। সেই ইনিংস কোনও ভারতীয়র পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু পাকিস্তান (Pakistan) কি আদৌ সেই ইনিংস ভুলতে পেরেছে? ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে ফের একবার ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) লড়াই। এহেন ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে বাবর আজমের (Babar Azam) দলকে সতর্ক করলেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।

কাইফ বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রেকর্ড খুব ভাল। সেটা অতীতের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটা ফের একবার বোঝা গিয়েছিল। তাই এবারও বিরাট দায়িত্ব নিয়ে পাক বোলারদের বধ করলে একেবারেই অবাক হব না। যদি রান চেজ করতে হয়, তাহলে কিন্তু বিরাট আগের মতো জ্বলে উঠতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে দার্শনিক মেজাজে হার্দিক, কী বললেন?]

জোরে বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ, নসিম শাহদের সঙ্গে স্পিনার হিসেবে মাতাচ্ছেন সাদাব খান। এহেন বোলিং লাইনআপের জন্যই পাকিস্তানকে শুধু এশিয়া কাপ নয়, আসন্ন বিশ্বকাপেও বাবর আজমের দলকে ফেভারিট হিসেবে মনে করা হচ্ছে। তবে কাইফ মনে করেন বিরাট ফর্মে থাকলে পাক বোলিংকে ধ্বংস করে দিতে পারেন।

কাইফ যোগ করেন, “জানি পাক বোলাররা ফর্মে আছে। কিন্তু এবার বিরাটের বিরুদ্ধে মাঠে নামলে ওদের গত ম্যাচের কথা মাথায় ঘুরপাক খাবেই। আর সেটাই বিরাটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। বিরাট কতটা ভয়ংকর সেটা পাকিস্তান খুব ভালভাবেই জানে।”

আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের ২৭৫টি ম্যাচে বিরাটের রান ১২৮৯৮ রান। এরমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন ‘কিং কোহলি’। ১৩ ইনিংসে তাঁর রান ৫৩৬। গড় ৪৮.৭২। স্ট্রাইক রেট ৯৬.২২। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান। সেরা পারফরম্যান্স ২০১২ সালে এশিয়া কাপের মঞ্চে ১৪৮ বলে ১৮৩ রান। তেমন ভাবেই কি এবারও পাক বোলারদের বধ করতে পারবেন টিম ইন্ডিয়ার মহাতারকা? সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement