Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023 Team India Virat Kohli Ishan Kishan

Virat Kohli Aad Ishan Kishan: এশিয়ার সেরা হয়েই খুনসুটিতে মাতলেন বিরাট-ঈশান, দেখুন ভাইরাল ভিডিও

কে ভালো অভিনেতা?

Asia Cup 2023: Ishan Kishan and Virat Kohli mimic each other in a hilarious banter, video gone viral। Sangbad Pratidin

ম্যাচের শেষে খুনসুটিতে মাতলেন ভারতের দুই তারকা।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 18, 2023 7:00 pm
  • Updated:September 18, 2023 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ ফাইনালে (Asia Cup Final 2023) যে লড়াইয়ের প্রত্যাশা করে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India), সেটা হয়নি। সৌজন্যে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে স্পেল। ৬০০ বলের ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ১২৯ বলে।

অষ্টমবার এশিয়া সেরা হওয়ার পর মাঠে বিন্দাস মুডে পাওয়া যায় ভারতীয় ক্রিকেটারদের। একটি ভিডিও এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে একে অন্যকে নকল করছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ঈশান কিষান (Ishan Kishan)।

Advertisement

Virat Kohli – What a character.

Ishan walking like Kohli and then Kohli did Kohli things – The unity in the team is something else. pic.twitter.com/W7sLnPrKgd

— Johns. (@CricCrazyJohns) September 17, 2023

[আরও পড়ুন: ‘লক্ষ্মণের এনসিএ কী করছে? কেন বারবার চোট পাবে শ্রেয়স?’ বিস্ফোরণ ঘটালেন গম্ভীর]

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এশিয়া কাপ ফাইনাল শেষে মাঠে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটারদের একটি গ্রুপ। সেখানে রয়েছেন বিরাট কোহলি, ঈশান, শ্রেয়স আইয়ার, হার্দিক, সূর্যকুমার যাদব সহ অন্যান্যরা। তখন বিরাট কোহলির হাঁটা-চলা ও শরীরী ভাষা নকল করে দেখাতে বলা হয় ঈশানকে। তা মজার ছলেও করেও দেখান ইশান। কীভাবে বিরাট হাঁটেন, হাঁটার সময় ঘাড় কীভাবে এদিক-ওদিক করেন পুরোটাই দেখান। যা দেখে হাসতে দেখা যায় বিরাট সহ অন্যান্য ক্রিকেটারদের।

এবার সব ক্রিকেটাররা মিলে বিরাটকে ধরেন ঈশানকে নকল করে দেখানোর জন্য। বিরাট খুব কম সময় হলেও দলের তরুণকে নকল করার চেষ্টা করেন। যা দেখে হেসে লুটোপুটি খান সকলেই। স্বভাবতই এই মজার ভিডিও সোশাল মিডিয়াতে ঝড় তুলেছে।

[আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ নিলেন বিরাট, কী বললেন ২০১১ সালের বিশ্বজয়ী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement