Advertisement
Advertisement

যুদ্ধের আগে কুশল বিনিময়, অনুশীলনের ফাঁকে করমর্দন মালিক-ধোনির

পারদ চড়ছে ভারত-পাক ম্যাচের।

Asia Cup 2018: MS Dhoni, Shoaib Malik shake hands during practice
Published by: Subhajit Mandal
  • Posted:September 14, 2018 9:12 pm
  • Updated:September 15, 2018 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ইংল্যান্ড সফরের পর খানিকটা যেন জৌলুসহীন এশিয়া কাপ। বিশ্বের এক ও দুই নম্বর টেস্ট দলের দ্বৈরথের পর ম্যাড়ম্যাড়ে এশিয়া কাপের ইউএসপি একটাই। উপমহাদেশের মহারণ। ভারত বনাম পাকিস্তান।

[পরনে শাড়ি, কপালে টিপ! এ কী সাজে ধরা দিলেন গৌতম গম্ভীর]

এমনিতে এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। ভারত অভিযান শুরু করছে, ১৮ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে। কিন্তু সেসব ছাপিয়ে, টুর্নামেন্টের একমাত্র আকর্ষণের বস্তু হয়ে উঠছে শুধু ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আগামী ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই মহারণের সুর অবশ্য বাঁধা হয়ে গেল শুক্রবারই। দুবাইয়ে একই সময়ে অনুশীলনে নামলেন দুই দলের ক্রিকেটাররাও। আর অনুশীলনে ঘটে গেল নজরকাড়া ঘটনা।

[অধিনায়ক হিসেবে মহিলা ক্রিকেটে নয়া ইতিহাস মিতালির]

সেসময় অনুশীলন করছিলেন ধোনি, রোহিত, কেদার যাদব, মণীশ পাণ্ডে,কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালরা। হঠাৎ, পাক শিবির থেকে এগিয়ে এলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। রীতিমতো বন্ধুত্বের হাত বাড়ানোর মতো করে নিজের হাতটি বাড়িয়ে দিলেন মালিক। ধোনিও গ্রহণ করলেন সম্ভাষণ। বেশ কিছুক্ষণ হাসিঠাট্টাও চলছে দুই পুরনো কাণ্ডারির মধ্যে। মহারণের আগে এই ছবিকে সম্প্রীতির নজির হিসেবে দেখা যেতে পারে, আবার ঝড়ের পূর্বের স্থিতাবস্থাও বলা যেতে পারে। তবে যাই হোক এই ছবি হাসি ফোটাচ্ছে নেটিজেনদের মুখে।

শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার কোহলির দলকে হারিয়ে বাজিমাত করেছিল পাকিস্তান। এবারের ভারতীয় দলে অধিনায়ক কোহলি-সহ অনুপস্থিত নিয়মিত দলের ৯ জন সদস্যকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই এবারেও অনেকে ফেভারিট ধরে নিচ্ছে পাকিস্তানকেই। যদিও, ভারত-পাক মহাম্যাচে কাউকেই এগিয়ে রাখা যায় না এভাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement