সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা মরশুমের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামিকে৷ ধরমশালায় পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর৷
সুরেশ রায়না প্রত্যাশিতভাবেই পনেরো জনের দলে ফিরেছেন৷ যশপ্রীত বুমরা, মনদীপ সিং ও কেদার যাদবকেও দলে রেখেছেন নির্বাচকরা৷ এছাড়া নতুন মুখ হরিয়ানার অফ স্পিনার জয়ন্ত যাদব৷ যিনি টেস্ট দলেও রয়েছেন৷ তবে এখনও কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি৷
ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি আবার ঘরের মাঠে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দলের দায়িত্ব নেবেন৷ নির্বাচকরা এদিন গৌতম গম্ভীরের নাম নিয়েও আলোচনা করেছেন৷ নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ জানালেন, গম্ভীরের নাম আলোচনায় উঠলেও তাঁরা মনদীপের উপর ভরসা রাখছেন৷ যিনি অস্ট্রেলিয়ায় ‘এ’ সিরিজে ভাল খেলে এসেছেন৷ প্রসাদ আরও জানিয়েছেন, তাঁরা লম্বা ক্রিকেট মরশুমের কথা ভেবে বিশ্রাম দিয়েছেন অশ্বিন, জাদেজা ও শামিকে৷ ভারত এই মরশুমে ঘরের মাঠে মোট তেরোটি টেস্ট খেলছে৷ এই তিন ক্রিকেটারই টেস্ট দলের নিয়মিত সদস্য৷ যাঁদের এই বিশ্রাম প্রয়োজন৷ ধরমশালায় প্রথম ম্যাচের পর বাকি চারটি একদিনের ম্যাচ হবে দিল্লি, মোহালি, রাঁচি ও বিশাখাপত্তনমে৷
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, মণীশ পাণ্ডে, সুরেশ রায়না, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, যশপ্রীত বুমরা, ধবল কুলকার্নি উমেশ যাদব, মনদীপ সিং ও কেদার যাদব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.