Advertisement
Advertisement

Breaking News

‘শীঘ্রই ডার্বির প্রতিশোধ’, সমর্থকদের সুরেই ইস্টবেঙ্গলকে হুমকি সাদিকুর

পরের ডার্বির জন্য এখন থেকেই নিজেকে মানসিক ভাবে তৈরি করছেন সাদিকু।

Armando Sadiku wants to take revenge of Derby defeat । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 14, 2023 9:55 pm
  • Updated:August 14, 2023 10:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে হার মেনে নিতে পারছেন না মোহনবাগান সমর্থকরা। শনিবারের বদলার অপেক্ষায় এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন তাঁরা। সমর্থকদের মতোই ভিতরে ভিতরে তেতে রয়েছেন মোহনবাগানের আলবানিয়ান ফুটবলার আর্মান্দো সাদিকু। ফুঁসছেন তিনি। ডার্বিতে হারের প্রতিশোধ নিতে চান তিনি। সেকথা সমর্থকদের তিনি জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। ইস্টবেঙ্গলের সঙ্গে ফিরতি সাক্ষাতের অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন সাদিকু, এ কথা বললেও অত্যুক্তি করা হবে না। 

শনিবার ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে টানা ৮টি ডার্বিতে মোহনবাগানই জিতেছিল। ন’ নম্বর ডার্বিও জিতবে জুয়ান ফেরান্দোর মোহনবাগান, এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শনিবার ইতিহাসের অভিমুখ বদলে যায়। নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল ম্যাচ জেতে। আরমান্দো সাদিকু প্রথমার্ধে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে ভয় ধরাচ্ছিলেন। খেলার শুরুতেই লাল-হলুদের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন তিনি। অল্পের জন্য সেযাত্রায় লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ড ডার্বির পরে কলকাতা লিগেও লাল-হলুদের জয়জয়কার, পুলিশের ব্যারিকেড ভাঙল ইস্টবেঙ্গল]

দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নেন ফেরান্দো। তার কিছু বাদেই নন্দকুমারের গোল। ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। সেই হারের জ্বালা প্রশমিত হয়নি সাদিকুর মনে। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিশোধের বার্তা দিয়েছেন তিনি। গ্যালারির একটা অংশের ছবি তিনি তুলে ধরেছেন ইনস্টা স্টোরিতে। সেখানে সাদিকু লিখেছেন, ‘রিভেঞ্জ সুন’। অর্থাৎ খুব শীঘ্রই প্রতিশোধ নেওয়া হবে।

শনিবার ইস্টবেঙ্গলের কাছে হার তাতাচ্ছে সাদিকুর মতো নব্য বিদেশিকেও। ডার্বির গুরুত্ব তিনিও জানেন। যুবভারতীতে প্রথম বার ডার্বি খেলে তিনি আরও ভাল করে বুঝতে পারছেন তা। সমর্থকদের সঙ্গে সমব্যথী সাদিকুও। সমর্থকদের আবেগ অনুভব করতে পারছেন। সেই কারণে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারের জ্বালা তাঁকেও ব্যথিত করছে, যন্ত্রণা দিচ্ছে। পরের ডার্বিতে সাদিকু যে জ্বলে উঠবেন, তার ইঙ্গিত এখন থেকেই দিয়ে রাখলেন এই আলবানিয়ান স্ট্রাইকার।

[আরও পড়ুন:  প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে না পেয়ে মেজাজ হারালেন রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement