Advertisement
Advertisement
Lionel Messi

৮০ সেকেন্ডে গোল মেসির, প্রীতি ম্যাচে অজিদের হারাল আর্জেন্টিনা

কেরিয়ারে এটাই মেসির দ্রুততম গোল।

Argentina wins against Australia, Lionel Messi Scores in a friendly । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 15, 2023 7:41 pm
  • Updated:June 15, 2023 8:11 pm  

আর্জেন্টিনা অস্ট্রেলিয়া
(মেসি, পেজেল্লা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারে ম্যাজিক দেখিয়েছিলেন। চিনের মাটিতেও  দেখা গেল মেসি-জাদু। কাতার থেকে বেজিং, মেসি ম্যাজিক চলছেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে তিনি গোল করলেন, গোলের গন্ধ মাখা পাস বাড়ালেন, যখন দরকার তখন মাঝমাঠে বল হোল্ড করলেন। কে বলল জাদুকরের বয়স বেড়েছে! তিনি তো আছেন আগের মতোই।
এদিন ৮০ সেকেন্ডে গোল করেন মেসি। কেরিয়ারে এটি তাঁর দ্রুততম গোল। তখনও গা গরমই হয়নি কারওর। কিছু বুঝে ওঠার আগেই গোল করে ফেলেন বিশ্ব ফুটবলের এলএম ১০। মেসি তো এরকমই। তিনি যে অঞ্চল দিয়ে দৌড়ন, তাও সবার জানা। উইং ধরে দৌড়তে দৌড়তে ভিতরে ঢুকে আসেন তাও সবাই জানেন। তবুও মেসি ধরাছোঁয়ার বাইরের পৃথিবীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলটি অবশ্য তিনি উইং ধরে দৌড়ে ভিতরে ঢুকে করেননি। বক্সের একটু উপরে মেসি বল পেয়ে অবলীলায় দু’ জন অজি ডিফেন্ডারকে মাটি ধরিয়ে বাঁ পায়ে শট নেন। বল বাঁক খেয়ে অস্ট্রেলিয়ার জালে জড়িয়ে যায়। স্বয়ং মেসি একবার গোল করার সুযোগ নষ্ট করেন। ডান পায়ে নেওয়া তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

[আরও পড়ুন: ‘পরিবর্তন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্ট, জল্পনা তুঙ্গে]

 

প্রথমার্ধে অস্ট্রেলিয়াও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু আর্জেন্টিনার গোল আগলানোর দায়িত্বে যে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ! মিচেল ডিউকের তড়িৎগতিতে নেওয়া ফ্লিক মার্টিনেজ ঝাঁপিয়ে পড়ে থামান। তাঁর হাতে লেগে বল পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও ক্ষিপ্রতার পরিচয় দেন মার্টিনেজ। ৬৮ মিনিটে জারমান পেজেল্লা দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার হয়ে। অস্ট্রেলিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। 

Advertisement

 

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই মুখোমুখি হয়েছিল নীল-সাদা জার্সিধারীরা। অজি ফুটবলার আজিজ বেহিচ আর্জেন্টাইন মহাতারকার কলার ধরে টেনেছিলেন। ক্ষুব্ধ মেসি পরমুহূর্তেই গোল করেছিলেন। এদিন অবশ্য সেরকম কোনও মুহূর্ত তৈরি হয়নি। অবলীলায় একাধিক অস্ট্রেলিয়ান প্লেয়ারকে কাটিয়ে মেসি এগিয়ে যাচ্ছেন, এ দৃশ্য দেখা গেল বেজিংয়েও। আর তা দেখে গ্যালারিতে উঠল মেসি-মেসি ধ্বনি। শিহরিত হলেন দর্শকরা। 

[আরও পড়ুন: ঘুরপথেও কুস্তি ফেডারেশনে থাকবেন না ‘কলঙ্কিত’ ব্রিজভূষণ, ক্রীড়ামন্ত্রীর আশ্বাসে ভরসা সাক্ষীদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement