Advertisement
Advertisement

Breaking News

বদলার ম্যাচে ইতিহাস পাল্টে ফেলার লক্ষ্যে মেসি

২৩ বছর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্ট জেতেনি৷ তিতিবিরক্ত মেসি তাই একবার বলেই ফেলেছিলেন, লোকে যা খুশি তাই বলে৷ দু’টো ফাইনাল খেলেছেন৷ সেটাও কম না কি? গতবার চিলির কাছে ফাইনাল হেরেই কাপ খুইয়েছিল দল৷ একই ঘটনার পুনরাবৃত্তি চান না আর্জেন্টাইন তারকা৷

Argentina desperate to end trophy itch as they face a Chile in copa final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 4:11 pm
  • Updated:June 26, 2016 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি হওয়ার কী জ্বালা, তাঁর থেকে ভাল কে বুঝবে! ২৩ বছর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্ট জেতেনি৷ ২০১৪ ব্রাজিল ফাইনাল থেকে গতবার কোপা ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া করেছে তারা৷ তাই মারাদোনা, পেলের সঙ্গে মেসির নাম উচ্চারিত হলেও কেউ কেউ মনে করিয়ে দিতে ভোলেন না –মেসির কিন্তু বিশ্বকাপ নেই! দেশের জন্য তাঁর আবেগ কম৷ জাতীয় সঙ্গীতে গলা মেলান না৷ ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ রয়েছে বার্সা সুপারস্টারের বিরুদ্ধে৷ বার্সেলোনার হয়ে একগুচ্ছ ট্রফি জিতলেও সেসব তো দেশের নয়৷ শতবর্ষের কোপা ফাইনালে চিলির বিরু‌দ্ধে নামার আগে তাই তেতে রয়েছেন এলএম টেন৷ আর্জেন্টিনা অধিনায়ক এবার সমালোচকদের মুখ বন্ধ করে ইতিহাস বদলাতে চান৷

২৩ বছর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্ট জেতেনি৷ তিতিবিরক্ত মেসি তাই একবার বলেই ফেলেছিলেন, লোকে যা খুশি তাই বলে৷ দু’টো ফাইনাল খেলেছেন৷ সেটাও কম না কি? গতবার চিলির কাছে ফাইনাল হেরেই কাপ খুইয়েছিল দল৷ একই ঘটনার পুনরাবৃত্তি চান না আর্জেন্টাইন তারকা৷ তিনি বদ্ধপরিকর৷ রাখঢাক না করে বলেও দিলেন, “কাপ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছি৷ এখান থেকে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবতে পারছি না৷ বদলাতে চাই ইতিহাস৷”

Advertisement

arg_web

এবার না পারলে এমন সুযোগ ফের আসবে কি না তা নিয়ে সংশয়ে মেসি নিজেও৷ তাই শুভ কাজ সেরে রাখতে চান তিনি৷ সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, “এই সুযোগ ফস্কালে জানি না আর কখনও সেটা আমাদের হাতে আসবে কি না৷ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে৷” তিনি নিজে দুরন্ত ফর্মে৷ তবে মেসি টিমগেমকেই গুরুত্ব দিচ্ছেন৷ তাঁর কথায়, “আগের কোপার পর প্রায় এক বছর হতে চলল৷ তখনকার দলটা এরপর একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে৷ আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা ভাল হয়েছে৷”

চিলি নিয়ে সতর্কতার সুর মেসির গলায়৷ “ফাইনালের সঙ্গে গ্রুপের খেলার তুলনা হয় না৷ এই ম্যাচটা সবসময় অন্যরকম৷ চিলি কেমন প্রতিপক্ষ কারও অজানা নয়৷ ওরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে দিতে চাইবে না৷ ওদের কাউন্টার অ্যাটাকও মারাত্মক৷ তাই সতর্ক থাকতে হবে৷” বলে দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement