Advertisement
Advertisement

ভেনেজুয়েলাকে গুড়িয়ে দিয়ে কোপার শেষ চারে আর্জেন্টিনা

উরুগুয়ে, ব্রাজিলের মতো দলগুলো ছিটকে যাওয়ায় বেশ ম্লান হয়ে পড়েছিল শতবর্ষের কোপা৷ তার ওপর মাঠ ও মাঠের বাইরের ঘটনায় উত্তপ্ত ইউরো৷ এসবের মধ্যেই কোপার জৌলুস ধরে রাখল আর্জেন্টিনা৷

Argentina 4-1 Venezuela: Copa America
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2016 3:07 pm
  • Updated:June 19, 2016 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাত জেগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখে হতাশ হয়ে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা৷ ছুটির দিন ভোরে লিও মেসির আবির্ভাবে সেই হতাশা এক নিমেষে উধাও হয়ে গেল৷ ভেনেজুয়েলাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা তো কোপার সেমিফাইনালে পৌঁছে গেলই, সেই সঙ্গে নয়া মাইলস্টোন ছুঁলেন এলএম টেন৷ দেশের জার্সি গায়ে ৫৪টি গোল করে কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলের রেকর্ডকে ছুঁয়ে ফেললেন তিনি৷

উরুগুয়ে, ব্রাজিলের মতো দলগুলো ছিটকে যাওয়ায় বেশ ম্লান হয়ে পড়েছিল শতবর্ষের কোপা৷ তার ওপর মাঠ ও মাঠের বাইরের ঘটনায় উত্তপ্ত ইউরো৷ এসবের মধ্যেই কোপার জৌলুস ধরে রাখল আর্জেন্টিনা৷ গতবার ফাইনালে পৌঁছেও চিলির কাছে হার মেনে ট্রফি হাতছাড়া হয়েছিল৷ তবে রবিবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে বোঝাপড়া, পাসিং ফুটবল দেখে বলা যায়, এবারে কোপার শিরোপা পাওয়ার যোগ্য দল তারা৷

Advertisement

জিরার্ডো মার্টিনোর ছেলেদের মুহুর্মুহু আক্রমণে শুরু থেকেই বেসামাল হয়ে পড়ে ভেনেজুয়েলার রক্ষণ৷ আর্জেন্টিনার ৯ ও ১০ নম্বর ফুটবলার রীতিমতো বিপক্ষ ডিফেন্সের ত্রাস হয়ে ওঠেন৷ বার্সা ফরোয়ার্ডের দুরন্ত লং পাসে খেলার ৮ মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েন৷ ২৮ মিনিটে ফের বিপক্ষের ডিফেন্স চিড়ে দ্বিতীয়বার বল জালে জড়ান হিগুয়েন৷ প্রথমার্ধে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা৷ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ মার্টিনেজ৷ দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলার রক্ষণের ভুলে গোল করে যান মেসি৷ বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লামেলা৷ ৪-১ গোলে হেরে কোপা থেকে বিদায় নিল রাফায়েলের দল৷ শেষ চারে আমেরিকার মুখোমুখি হবেন মেসিরা৷

এই আর্জেন্টিনা আরও একবার প্রমাণ করে দিল, তারা শুধু মেসি নির্ভর নয়৷ মেসি ছাড়াও দলে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছেন হিগুয়েন, রোজোরা৷ তবে দেশের হয়ে গোলের মধ্যে থাকতে পারায় খুশি বার্সা তারকা৷ চলতি কোপায় চারটে গোল করে সমালোচকদের জানিয়ে দিলেন, শুধু ক্লাবের হয়েই নয়, দেশের জার্সি গায়েও তিনি কম যান না! তবে নিজের প্রশংসা কখনও তিনি নিজে মুখে করেন না৷ এদিন মেসি বলছেন, “ফের এত বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারাটা আমাদের কাছে বড় সাফল্য৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement