Advertisement
Advertisement

ডুবন্ত আর্জেন্টিনাকে টেনে তুললেন মেসি

মেসির দুরন্ত ফ্রি-কিক থেকে অসাধারণ গোল আর্জেন্টিনার সামনে খুলে দেয় জয়ের দরজা৷

Argentina 3-0 Colombia: Lionel Messi scores stunning free-kick
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 4:35 pm
  • Updated:November 16, 2016 4:35 pm  

আর্জেন্টিনা – ৩ (মেসি, লুকাস, ডি মারিয়া) কলম্বিয়া – ০

ব্রাজিল – ২ (জেসুস, রেনাতো) পেরু – ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুবন্ত জাহাজ৷ উদভ্রান্ত যাত্রীরা৷ চারিদিক দিগ্বিদিকশূন্য৷ দিশাহারা সকলেই৷ কিন্তু সেই জাহাজে নাবিক যদি হন লিওনেল মেসি তাহলে যাবতীয় সংশয়, দুরাশা দূর হতে বাধ্য৷ হলও তাই৷

গত বিশ্বকাপে যারা রানার্স আপ৷ যে দল বিশ্বকাপ জিতেছে দু’বার৷ তার চেয়েও বড় কথা, যে দলে রয়েছেন মেসির মতো ফুটবলার৷ সেই দল কি না ক্রমাগত হারতে হারতে গ্রুপ লিগ টেবিলে নেমে গিয়েছিল অনেকটা নিচে৷ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার ছাড়পত্র পাবে কি না তা নিয়ে দেখা দিয়েছিল ঘোর সংশয়৷ তার ওপর চিরশত্রু ব্রাজিলের কাছে আগের ম্যাচে ০-৩ গোলে পরাজয় স্বীকার করে নিয়েছিল মেসি এন্ড কোং৷ অথচ পাঁচ দিনের ব্যবধানে পুরো আর্জেন্টিনা ঘুরে গেল একশো আশি ডিগ্রি৷ কলম্বিয়াকে বিধ্বস্ত করে ৩-০ গোলে জিতে গেল বাউজাবাহিনী৷ এবং জয়ের নায়ক সেই মেসি৷ তাঁর দুরন্ত ফ্রি-কিক থেকে অসাধারণ গোল আর্জেন্টিনার সামনে খুলে দিল জয়ের দরজা৷ শুধু দরজাই খুললেন না, আরও দু’টো গোলের রাস্তা তৈরি করে আর্জেন্টিনাকে পৌঁছে দিলেন জয়ের ঠিকানায়৷

সান জুয়ান এস্তাদিও-তে দল বেঁধে নীল-সাদা জার্সিধারীর সমর্থকরা এসেছিলেন অনেকটা দুরুদুরু বুকে৷ তাঁরা ভাবতে পারেননি, মিনিট দশেকের মধ্যে জয়ের রাস্তা খুলে দেবেন স্বয়ং মেসি৷ পরাজয়ের দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি দেন তিনি৷ এই গোলের সুবাদে জাতীয় দলের হয়ে মেসির ৫৭টি গোল হয়ে গেল৷ প্রথম গোলের কিছুক্ষণের মধ্যে আবার মেসির বাড়ানো পাস থেকে হেডে গোল দিয়ে যান লুকাস প্রাতো৷ খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন ডি মারিয়া৷ সেই গোলের রাস্তাও তৈরি করে দেন মেসি৷ এই জয়ের সুবাদে আর্জেন্টিনা চলে এল গ্রুপ লিগ টেবিলের পঞ্চম স্থানে৷ এখনও তাদের ছ’টা ম্যাচ বাকি৷

এদিকে, গত ম্যাচে মেসিদের হারানোর পর এদিন ব্রাজিল ফের হারাল পেরুকে৷ গ্যাব্রিয়েল জেসুস ও রেনাতো আগুস্তোর গোলে ব্রাজিল জিতল ২-০ গোলে৷ এই জয়ের সৌজন্যে টানা ছ’টা ম্যাচে জয়ী ব্রাজিল৷ বিশ্বকাপে যাওয়ার ছাড়পত্র যে সব দল পেয়েছিল তাদের প্রয়োজন ছিল মাত্র ২৮ পয়েন্ট৷ সেখানে তিতের অধীনে ব্রাজিল বারোটা ম্যাচ খেলে তুলে নিল ২৭ পয়েন্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement