Advertisement
Advertisement

Breaking News

বেটিং চক্রে জড়িত বলিউডের আরও সাত সেলেব, বিস্ফোরক তথ্য পেল পুলিশ

দু'জন বার ডান্সারের সঙ্গেও যোগাযোগ ছিল সোনু ও আরবাজের৷

Arbaaz Khan reveals name of 7 Bollywood celebs involving in IPL betting case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 4:41 pm
  • Updated:August 9, 2021 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ম্যাচে বেটিংয়ে যুক্ত ছিলেন৷ বুকি সোনু জালানের সঙ্গেও ছিল দীর্ঘদিনের সম্পর্ক৷ পুলিশের জেরায় সে কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন বলিউড অভিনেতা আরবাজ খান৷ এবার আরও চাঞ্চল্যকর তথ্য এল গোয়েন্দাদের হাতে৷ পুলিশ সূত্রে খবর, বেটিং কাণ্ডে জড়িত আরও সাতজন বলিউড সেলিব্রিটির নাম ফাঁস করেছেন সলমন খানের ভাই৷

[প্রাক-বিশ্বকাপে বড়সড় অঘটন, অস্ট্রিয়ার কাছে হার জার্মানির]

শনিবার পাঁচ ঘণ্টারও বেশি সময় আরবাজকে জেরা করেন থানে পুলিশের দুর্নীতিদমন বিভাগের গোয়েন্দারা৷ সেখানেই আরবাজ জানান, বি-টাউনেরই সাতজন পরিচিত মুখ আরবাজের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন বুকি সোনুর৷ শুধু হিন্দি ছবির জগতের মানুষই নয়, দুজন বার ডান্সারের সঙ্গেও যোগাযোগ ছিল সোনু ও আরবাজের৷ যাদের নাম কমল এবং গায়িত্রী৷ আইপিএল বেটিং চক্রে তারাও শামিল বলে জানতে পেরেছে পুলিশ৷ ক্রিকেটে বেটিং নিয়ে সোনু ও আরবাজের মধ্যে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল৷ সে কথা নিজে মুখেই জানিয়েছিলেন অভিনেতা৷ তাঁর সঙ্গে সাক্ষাৎ হলে বা ফোনে কথা হলে সেই সব ভিডিও ও অডিও আরবাজের অজান্তেই রেকর্ড করে রাখত সোনু৷ যা বছর দুয়েক আগে জানতে পারেন আরবাজ৷ যখন থেকে তাঁকে বেটিংয়ে হেরে যাওয়া প্রায় তিন কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া শুরু হয়৷ আর তারপরই বুঝতে পারেন, বড়সড় বিপদে পা দিয়েছেন তিনি৷

Advertisement

[চোটের কারণে আফগানিস্তান টেস্ট থেকে ছিটকে গেলেন ঋদ্ধি, শিকে ছিঁড়ল কার্তিকের]

বি-টাউনের একাধিক হাই-প্রোফাইল ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল সোনুর৷ ১২০০-রও বেশি খদ্দের ছিল তার বলে জানতে পেরেছে পুলিশ৷ গত ১৫ মে সোনু জালান-সহ মোট চারজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি থেকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ৷ জেরায় জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে সোনুর৷ গোটা দুনিয়ায় সোনুর বেটিংয়ের ব্যবসা রয়েছে৷ যা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি৷ সেই সোনুই জেরায় আরবাজের নাম ফাঁস করেছিল৷ তারপরই তাঁকে তলব করে পুলিশ৷ তবে অভিনেতা আর কোন সেলিব্রিটিদের নাম নিয়েছেন, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি৷ এখনও পর্যন্ত বেটিং চক্রে জড়িত মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের জেরা করে আরও কিছু নতুন নাম উঠেছে এসেছে৷ গোটা বিষয়টি নিয়ে চলছে তদন্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement