Advertisement
Advertisement
Anwar Ali

লাল-হলুদ ভক্তদের ভালোবাসা নিয়ে শহরে আনোয়ার, মঙ্গলে থাকতে পারেন ক্লাবের অনুষ্ঠানে

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলে সই করতে তেমন কোনও বাধা নেই আনোয়ারের সামনে।

Anwar Ali: The footballer reached kolkata with East Bengal team amid his transfer saga
Published by: Amit Kumar Das
  • Posted:August 12, 2024 10:44 am
  • Updated:August 13, 2024 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের শহরে আসার সঙ্গে বিমানবন্দরে সমর্থকদের ভিড় যেন সামর্থক হয়ে উঠেছে। কোচ কার্লেস কুয়াদ্রাত থেকে শুরু করে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের কলকাতা আসার সময় সেই দৃশ্য দেখা গিয়েছে।

রবিবার রাতের দিকে তেমনই একটা ভিড় জমেছিল বিমানবন্দরের ডোমেস্টিক গেটের বাইরে। রাত সাড়ে নটায় সেই ভিড়ে মুখ হয়ে উঠেছিল কয়েক হাজার। সেই ভিড়ে শুধু একটাই মিল, সকলেই লাল-হলুদ সমর্থক। আর অন্যদিনের থেকে এই ভিড়ের তফাতও একটাই। অন্যদিন ভিড়টা হয় তাঁদের জন্য, যাঁদের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। আর এদিন যে ফুটবলারের জন্য সমর্থকদের এত উন্মাদনা, এত আবেগ, সেই আনোয়ার আলির (Anwar Ali) নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি তারা। এটা ঠিক যে, সেই ঘোষণাতেও বিশেষ বিলম্ব নেই। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিয়েছে যে আনোয়ার নিজের ইচ্ছে মতো ক্লাব বেছে নিতে পারবেন। কমিটির এই রায়কেই গণ্য করা হবে তাঁর পূর্বতন ক্লাব, অর্থাৎ মোহনবাগানের ‘এনওসি’ হিসাবে। এরপর ইস্টবেঙ্গলে সই করতে তেমন কোনও বাধা নেই আনোয়ারের সামনে।

Advertisement

[আরও পড়ুন: রবি রাতেই শহরে আনোয়ার, ইস্টবেঙ্গল প্র্যাকটিসে থাকবেন সোমবার থেকেই]

তবে এখন অপেক্ষা কমিটির চূড়ান্ত রায়ের জন্য, যা দেওয়া হবে ২২ আগস্ট। কমিটিকে নিজেদের বক্তব্য জানাতে ১০ দিন সময় চেয়েছিল আনোয়ারের বর্তমান ক্লাব দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল। সেই বক্তব্য শোনার পর চূড়ান্ত রায় দেবে কমিটি। আপাতত সেদিকেই তাকিয়ে সব পক্ষ। সেই রায় ঘোষণার আগে আনোয়ারকে সই করাতে এমনি কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গলের। তবে আপাতত আইনি পরামর্শ নিয়ে বিষয়টি পরিষ্কার করতে চাইছে তারা। তারপরই আনোয়ারকে সই করিয়ে তাঁর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হবে বলে খবর। সেই পর্ব মিটলে সরকারিভাবে ক্লাবের তরফে ঘোষণা করা হবে তাঁর নাম। তবে ১৩ আগস্ট ক্লাবের ‘স্পোর্টস ডে’ উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে পারেন আনোয়ার।

[আরও পড়ুন: নিজেদের ভুলেই জোড়া গোল হজম! লিগে জর্জ টেলিগ্রাফের কাছে হার মোহনবাগানের]

তবে সেসব সরকারি ঘোষণার অপেক্ষা সমর্থককূল কবেই করেছেন? এদিন তাই কয়েক হাজার সমর্থক পতাকা-ঢোল নিয়ে হাজির হয়েছিলেন। যাঁদের ভিড়ে নির্ধারিত গেট থেকেই বের করা হয়নি আনোয়ারকে। নিয়ে যাওয়া হয় অন্য গেট থেকে। এদিন আনোয়ারের সঙ্গে কলকাতায় আসেন দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজও। অন্যদিকে, সবুজ-মেরুন ডিফেন্সে আনোয়ারের সঙ্গী হেক্টর ইউস্তে আগেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার তিনি ভিসা পেয়ে যাবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement