সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার স্ত্রীর আজ জন্মদিন। ও এখানেই আছে। ও যে আমাদের জয়টা নিজের চোখে দেখতে পেল, সেটাই ভাল লাগছে।”- ম্যাচের পর পুরস্কার প্রদানের সময় গ্যালারির দিকে তাকিয়ে বেশ হাসিমুখেই কথাগুলি বলছিলেন বিরাট কোহলি। লাগাতার হারের পর মঙ্গলবার ম্যাচ শেষে অনেকদিন পর তাঁর মুখে হাসি ফুটেছে। স্ত্রী অনুষ্কা যে তাঁর জন্য ‘লাকি’, তা বলাই বাহুল্য।
স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে তাঁকে ‘জয়’ উপহার দিলেন বিরাট। গতকালই ৩০ শে পা দিয়েছেন অনুষ্কা। আর সেদিনই মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪ রানে হারিয়ে ফের স্বমেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর সবাই দেখেছিল রগচটা কোহলিকে। দলের খারাপ ফিল্ডিংয়ের বিরুদ্ধে যিনি তোপ দেগেছিলেন। মঙ্গলবার মুম্বই বধের পর সবাই সাক্ষী থাকলেন নম্র কোহলির। যিনি জানিয়ে দিলেন এই স্মরণীয় জয় তিনি উৎসর্গ করছেন অনুষ্কা শর্মাকে। এতটা তো ছিল মাঠের দৃশ্য। কিন্তু বার্থডে সেলিব্রেশন তখনও শেষ হয়ে যায়নি। অনুষ্কার জন্য অপেক্ষা করছিল আরও কিছু সারপ্রাইজ। যা প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অনুষ্কার ছবি থেকে।
স্ত্রীর জন্য কেক, ফুল সবকিছুরই আয়োজন করেছিলেন বিরাট। নেতার তকমা সরিয়ে রেখে তখন তিনি একজন আদর্শ স্বামী। আর বিরাটের এমন আয়োজন দেখে দারুণ খুশি অভিনেত্রীও। স্বামীকে আলিঙ্গন করেই একটি ছবি তুলে পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর সেরা জন্মদিন কাটালাম। বিশ্বের সবচেয়ে সাহসী পুরুষ সে। আমার জন্মদিনটাকে স্পেশ্যাল করে তোলার জন্য অনেক ভালবাসা তাকে।” ম্যাচের আগেও অবশ্য অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছিলেন বিরাট। আর মধুরেণ সমাপয়েৎ হল আইপিএলে মুম্বইকে হারিয়ে।
অনুষ্কা গ্যালারিতে থাকলেই নাকি ম্যাচ হারে বিরাটের আরসিবি। এমন দাবি তুলে কেকেআর ম্যাচের পর নেটদুনিয়ায় অনেকেই অনুষ্কাকে কটাক্ষ করেছিলেন। এমনকী তাঁকে চিন্নাস্বামীতে না আসার অনুরোধও জানানো হয়। আরসিবির জন্য অনুষ্কাকে ‘অপয়া’ প্রতিপন্ন করতেই উঠে পড়ে লেগেছিলেন নেটিজেনরা। তবে অনুষ্কার হাতে যে হার-জিতের জিয়নকাঠি নেই কিংবা তিনি ‘অপয়া’ নন, এদিনের পর হয়তো অনেকটাই স্পষ্ট হয়ে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.