Advertisement
Advertisement
Anurag Thakur Wrestler

‘তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন’, কুস্তিগিরদের ক্ষোভ প্রশমনে বার্তা অনুরাগের

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে সরকারের তরফে প্রথম বিবৃতি।

Anurag Thakur urged wrestlers to be patient and trust the investigation । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 31, 2023 6:08 pm
  • Updated:May 31, 2023 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ কাঁপিয়ে দেওয়া আন্দোলনে নেমেছেন কুস্তিগিররা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, পদক ভাসিয়ে দেবেন হরিদ্বারের গঙ্গায়। বসবেন আমরণ অনশনে। দেশের সফল কুস্তিগিরদের এহেন সিদ্ধান্তে ফুটছে দেশ। এমন প্রেক্ষিতে কেন্দ্রের যুব কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) সফল কুস্তিগিরদের উদ্দেশে বার্তা দিলেন। জানালেন, দিল্লি পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কুস্তিগিররা।

কুস্তিগিরদের আন্দোলনের ঝাঁজ বেড়েছে গত কয়েকদিনে। এতদিন পর্যন্ত সরকারের তরফ থেকে সেভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। বুধবার সরকার পক্ষের তরফ থেকে প্রথম বিবৃতি পাওয়া গেল। তবে কি কুস্তিগিরদের ক্ষোভ প্রশমনের জন্যই এই অনুরাগ-বার্তা? কারণ যাই হোক না কেন, পদক ভাসিয়ে দেওয়ার ঘোষণার পরের দিনই  ক্রীড়ামন্ত্রীর এমন বার্তা কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআইকে অনুরাগ জানিয়েছেন, ”এমন কোনও পদক্ষেপ যেন কুস্তিগিররা না করেন, যা খেলাটার ক্ষতি করে। যা ভাবী কুস্তিগিরদের (Wrestler) মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমরা সবাই খেলাধুলো এবং ক্রীড়াবিদদের পক্ষে।”

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলবে পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্ত জানতে লাহোরে ICC শীর্ষকর্তারা]

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ”ক্রীড়াবিদদের প্রত্যাশার থেকেও খেলাধুলোয় বেশি কিছু করার চেষ্টা করে থাকি আমরা। ক্রীড়াক্ষেত্রে দেশকে শক্তিশালী করার চেষ্টায় ব্রতী। কুস্তিগিরদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে এই অভিযোগ পাওয়ার পরে কুস্তিগিরদের দাবি মতোই কমিটি তৈরি করা হয়েছে। কমিটি রিপোর্ট পেশ করেছে। দিল্লি পুলিশ এফআইআরও দায়ের করেছে। সুপ্রিম কোর্ট, কুস্তি সংস্থা, পুলিশের উপরে বিশ্বাস তো  রাখতে হবে। আমরাও চাই ন্যায়বিচার হোক।”  

[আরও পড়ুন: ‘সুবিচারের আশায় রাস্তায় লড়ছেন ওঁরা’, কুস্তিগিরদের পাশে মোহনবাগান অধিনায়ক প্রীতম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement