সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ঝামেলায় পড়লেন টিম ইন্ডিয়ার নয়া কোচ অনিল কুম্বলে৷ চার টেস্টের সিরিজ খেলতে বুধবার রওনা দিয়েছিলেন বিরাট কোহলিরা৷ ভারত থেকে প্রথমে লন্ডন৷ সেখান থেকে লম্বা সময় বিমানে কাটিয়ে সেন্ট কিটস বিমানবন্দরে পৌঁছন কুম্বলেরা৷ কিন্তু কুম্বলে ঠিকঠাক পৌঁছে গেলেও তাঁর লাগেজ পৌঁছল না৷
@anilkumble1074 We’re sorry your bags are ‘not out’ to St Kitts! They have been ‘caught behind’ your flight from Gatwick. We are looking 1/2
— British Airways (@British_Airways) July 6, 2016
লন্ডনের বিমানে লাগেজ ফেলে আসার কথা মনে পড়তেই কুম্বলের তো মাথায় হাত পড়ে যায়৷ কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ যেভাবে কুম্বলের লাগেজ ফিরিয়ে দিল, তাতে বেশ মজা পেয়েছেন ভারতীয় কোচ৷ টুইটারে কুম্বলের কাছে ক্ষমা চেয়ে ক্রিকেটীয় ভাষায় ব্রিটিশ এয়ারওয়েজ লিখেছে, সেন্ট গেটউইক বিমানবন্দরেই লাগেজ রয়ে গিয়েছে৷ খুব তাড়াতাড়ি তাঁর ব্যাগপত্র পৌঁছে দেওয়া হবে৷
Reached St. Kitts…long flight..@cheteshwar1 @klrahul11 @y_umesh Tour begins @BCCI pic.twitter.com/l2aEpOFSqp
— Anil Kumble (@anilkumble1074) July 6, 2016
এক বিমান পাল্টে আরেক বিমানে চেপে দীর্ঘ যাত্রা পথে ক্রিকেটারদের এমন ভুল নতুন নয়৷ এর আগে ১৯৮৪-তে ভারত সফরে এসে এই একই ভুল করেছিলেন অজি ক্রিকেটাররা৷ জার্সি ও খেলার সরঞ্জাম না নিয়েই জামশেদপুর চলে গিয়েছিলেন তাঁরা৷ ফলে ম্যাচটাই বাতিল হয়ে গিয়েছিল৷ এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না৷ সময় মতোই নিদের লাগেজ পেয়ে যাবেন কুম্বলে৷ ২১ তারিখ প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবেন বিরাটরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.