Advertisement
Advertisement

Breaking News

ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ কুম্বলেই!

আগামী ২০ জুন লন্ডন থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে দল৷

Anil Kumble likely to stay as Team India coach till West Indies tour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2017 11:23 am
  • Updated:May 15, 2021 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল কুম্বলের পর বিরাটবাহিনীর দায়িত্ব কে কাঁধে নিতে চলেছেন? চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই এ নিয়ে শুরু হয়েছে বিস্তর জলঘোলা৷ তবে আপাতত সেই ইস্যুকে শিথিল করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্যরা৷ সূত্রের খবর, কোচ বাছাইয়ের জন্য বোর্ডের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে শচীন-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি৷ আর তাই ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর পর্যন্ত দায়িত্বে থাকবেন কুম্বলেই৷

কুম্বলের সঙ্গে বোর্ডের যা চুক্তি, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তা শেষ হচ্ছে৷ কিন্তু তাঁর জমানায় দলের পারফরম্যান্স একেবারেই অসন্তোষজনক নয়৷ তবে এসবের মধ্যে ভারত-পাক লড়াইয়ের আগে ক্যাপ্টেন কোহলির সঙ্গে কোচের বিবাদও প্রকাশ্যে চলে এসেছিল৷ তারপরই নতুন কোচের জন্য জমা পড়ে বেশ কিছু আবেদন৷ যাঁদের মধ্যে ছিলেন বীরেন্দ্র শেহবাগও৷ পাশাপাশি খানিকটা অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে, কোচের জন্য ফের আবেদন করেছিলেন কুম্বলেও৷

Advertisement

[চ্যারিটি ম্যাচে মারাদোনার বিরুদ্ধে মাঠে নামবেন সৌরভ]

সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত টিম ইন্ডিয়ায় কোনও নতুন কোচের আগমন ঘটছে না৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যের কাজে লন্ডনে সৌরভ৷ রয়েছেন শচীন ও লক্ষ্মণও৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লন্ডনের এক পাঁচতারা হোটেলে কোচের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন তাঁরা৷ ঘণ্টা দুয়েক কথাবার্তার পরও কুম্বলেকে কোচের পদ থেকে ছেঁটে ফেলার কোনও কারণ খুঁজে পাননি তাঁরা৷ আর তাই কুম্বলেকেই কোচ হিসাবে রাখার পক্ষে সওয়াল করছেন তাঁরা৷ নিজেদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে আরও খানিকটা সময় চেয়ে নিয়েছেন শচীন-সৌরভরা৷ কুম্বলের পাশাপাশি নাকি এ নিয়ে কোহলির সঙ্গেও আলাদা করে কথা হয়েছে উপদেষ্টা কমিটির সদস্যদের৷ বোর্ডের বিশেষ সূত্র এই খবরের সত্যতা স্বীকার করে জানায়, “ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাচ্ছেন কুম্বলেই৷ আগামী ২০ জুন লন্ডন থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে দল৷ দেশে ফিরবে ১০ জুলাই৷ খুব বেশি দিনের সফর নয়৷ তাই আশা করা হচ্ছে বিশেষ সমস্যা হবে না৷ গোটা বিষয়টির সঙ্গে কোহলিকে ‘মানিয়ে’ নিতে বলার অনুরোধও জানানো হয়েছে৷”

[পাকিস্তানি মহিলার কারণেই শূন্য রানে আউট বিরাট!]

তাহলে পরবর্তী কোচ নির্বাচনের প্রক্রিয়া কবে হবে? এ ব্যাপারে যদিও এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করেনি উপদেষ্টা কমিটি৷ তবে দলে কুম্বলের ভবিষ্যৎ কী, তা আগামী ২৬ জুন সরকারিভাবে ঘোষণা করবে বিসিসিআই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement