সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ডি মারের সামনে রাওনিচ ম্যাজিক কাজ করল না! সেমিফাইনালে রজার ফেডেরারকে হারালেও শেষপর্যন্ত তিনি হেরে গেলেন ঘরের ছেলে মারের কাছে৷ স্ট্রেট সেটে জিতে দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মারে৷ রবিবার ফাইনালে কানাডার মিলোস রাওনিচকে ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে হারিয়ে খেতাব জিতলেন ব্রিটিশ তারকা৷ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিপির দু’নম্বরে থাকা ২৯ বছরের মারে জানিয়েছেন, “আমার পুরো টিম এবং পরিবারকে ধন্যবাদ৷ এই সাফল্যটা আমার কাছে স্পেশ্যাল৷ দারুণ লাগছে৷ গোটা পরিবার এই ম্যাচ দেখতে এসেছিল৷ ওদের সামনে উইম্বলডন জিততে পেরে দারুণ লাগছে৷” রাওনিচের এটা ছিল একাদশ ফাইনাল৷ কিন্তু মারের সামনে এদিন তিনি দাঁড়াতে পারেননি৷ ব্রিটিশ তারকা বলেছিলেন, “সত্যিই ভাল লাগছে৷ সাফল্য উপভোগ করার খুব বেশি সুযোগ পাইনি৷ ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়াটা আলাদা৷ প্রতিপক্ষ হিসাবে রাওনিচ বেশ শক্তিশালী৷ ও যেভাবে খেলেছে, তা সত্যিই প্রশংসনীয়৷ আমার থেকে সেরাটা বার করে এনেছে৷ সেমিফাইনালে ফেডেরারে বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল৷ এদিনও অসাধারণ পারফরম্যান্স করেছে৷ সেণ্টার কোর্টে আগেও চ্যাম্পিয়ন হয়েছি৷ এবারও হলাম৷ এবার কিন্ত্ত অন্যরকম মনে হচেছ৷ নিজের পারফরম্যান্সে খুশি৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.