ঝাড়খণ্ডের সেরা বোর্ডিং স্কুলেই মেয়েকে দিয়েছেন ধোনি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পরিচিত সম্পর্কে নতুন কিছু বলার নেই। শুধু ধোনি নন, তাঁর একমাত্র কন্যা জিভাও কিন্তু সোশাল মিডিয়ার সৌজন্যে বেশ জনপ্রিয়। ২০১৫ সালে ধোনি-সাক্ষীর কোল আলো করে এসেছিল জিভা (Ziva Dhoni)। আট বছরে পা দিয়েছে সেই মেয়ে। তাকে নিয়েও রয়েছে মানুষের উৎসাহ। এবার জেনে নিন জিভা কোন স্কুলে পড়ে, তার পড়াশোনাক খরচই বা কত!
ঝাড়খণ্ডের সেরা বোর্ডিং স্কুলেই মেয়েকে দিয়েছেন ধোনি। জিভা পড়ে তরিয়ান ওয়ার্ল্ড স্কুলে। রাঁচির হাজাম গ্রামে এই আন্তর্জাতিক মানের স্কুল। ৬৫ একর বিস্তৃত এই স্কুলে আন্তর্জাতিক শিক্ষকরা এসেই পড়ান। লেখাপড়ার পাশাপাশি জৈব চাষ ও ঘোড়া চালানোও শিখতে পারেন পড়ুয়ারা। মুম্বইয়ের বছর পঁয়ত্রিশের বাসিন্দা অমিত বাজলা এই স্কুলের চেয়ারম্য়ান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.