Advertisement
Advertisement
Ben Stokes

Ben Stokes: ভারতের মহিলা দলে কাকে বেন স্টোকস নামে ডাকা হয়? জানলে অবাক হবেন

স্টোকসের মতোই দাপট দেখাচ্ছেন।

Amol Mazumdar reveals reason behind Deepti Sharma's nickname Ben Stokes in women's team। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 16, 2023 12:17 pm
  • Updated:December 16, 2023 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেটকে লক্ষ্য করে একটা ডিরেক্ট থ্রো। ব্যস, দীপ্তি শর্মার (Deepti Sharma) জীবন পুরোপুরি বদলে যায়। ভারতের মহিলা দলের (Indian Womens Cricket Team) কোচ অমল মজুমদারকে (Amol Mazumdar) এমনটাই জানালেন তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, কোচ ও দলের অলরাউন্ডারের আলাপচারিতায় উঠে এল আরও একটি চমকে দেওয়া তথ্য। জানা গেল হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) সাজঘরে দীপ্তিকে ‘বেন স্টোকস’ (Ben Stokes) নামে ডাকা হয়!

ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১১৩ বলে ৬৭ রান। দ্বিতীয় ইনিংসে ১৮ বলে ২০। এবং এর পর বোলিং করতে নেমে মাত্র প্রথম ইনিংসে ৭ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৪ উইকেট নেন দীপ্তি। কিন্তু কেন দীপ্তির নাম বেন স্টোকস পড়ল? বিসিসিআই নিজেদের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দীপ্তিকে প্রশংসা করে অমল মজুমদার বলেন, “আমাদের মহিলা দল ফিল্ডিং করার সময় দীপ্তিকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হয়। কারণ দীপ্তি খুব জোরে থ্রো করে। সবাইকে সম্মান জানিয়েই বলছি, এর আগে কোনও মহিলা ক্রিকেটারকে এত জোরে থ্রো করতে দেখিনি। আর তাই ওকে আমরা সবাই বেন স্টোকস নামে ডাকি।”

Advertisement

[আরও পড়ুন: এবার রনজি খেলেই অবসর নেবেন, জানিয়ে দিলেন মনোজ]

Deepti Sharma
পাঁচ উইকেট নেওয়ার পর বল দেখাচ্ছেন দীপ্তি। ছবি: টুইটার

 

উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম দীপ্তির। সেখানেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি। কিন্তু কীভাবে ব্যাট-বলের লড়াইকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন এই অলরাউন্ডার? দীপ্তি বলছিলেন, ‘আমার ক্রিকেটের জার্নি একটা ডিরেক্ট থ্রো থেকে শুরু হয়েছিল। আমার ভাই ও তার বন্ধুরা পাড়ায় ক্রিকেট খেলত। ওদের খেলা দেখার জন্য আমি মাঠের ধারে বসে থাকতাম। একদিন আমার কাছে একটি বল চলে আসে। আমি সেই বল থ্রো করলে, ডিরেক্ট থ্রো-তে উইকেট ভেঙে যায়। সেখান থেকেই আমার ক্রিকেটের যাত্রা শুরু। এই খেলার প্রতি আমার প্যাশন বাবা-মায়ের মনে ধরেছিল। তাই এগিয়ে যেতে আরও সুবিধা হয়।”

জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে তিন ফরম্যাটেই দারুণ পারফর্ম করে চলেছেন অলরাউন্ডার দীপ্তি। ২টি টেস্টে তাঁর রান ১৫২। ৭৬ গড় বজায় রেখে করেছেন ২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৬৭। সঙ্গে নিয়েছেন মোট ১৪টি উইকেট। সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধেই। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন দীপ্তি। এদিকে ৮৩টি ওডিআই ম্যাচে রান করেছেন ১৯১২। ৩৪.৭৬ গড় নিয়ে করেছেন ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮৮। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ৯৩টি উইকেট। সেরা বোলিং শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিয়েছিলেন ২০ রানে ৬ উইকেট। এমনকি ২০ ওভারের ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। ১০১টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৯৭১। ১০৫.০৮ স্ট্রাইকরেট বজায় রেখে করেছেন ২টি হাফ সেঞ্চুরি। এবং বল হাতে নিয়েছেন ১০৮টি উইকেট। সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নিয়েছিলেন ১০ রানে ৪ উইকেট।

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement