Advertisement
Advertisement

কোহলির হয়ে অজি মিডিয়াকে যোগ্য জবাব দিলেন বিগ বি

বিগ বি’র এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়৷

Amitabh backs Kohali after Oz media calls him Trump
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2017 5:50 am
  • Updated:January 11, 2021 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া দলের কাছে মিচেল স্টার্ক আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, নাথান লিওন আছে৷ বিরাট কোহলিকে ক্রীড়াজগতের ডোনাল্ড ট্রাম্প বলে অভিহিত করা সংবাদমাধ্যমও রয়েছে৷ কিন্তু ভারতের কাছে কী আছে? অগণিত ক্রিকেট অনুরাগী৷ যার প্রতিনিধিত্ব করে অজি মিডিয়াকে যোগ্য উত্তর দিয়েছেন স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন৷

[রাম মন্দিরের পাশাপাশি হোক মসজিদও, চাইছেন বিজেপি নেতাই]

Advertisement

রাঁচি টেস্টের পর অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে লেখা হয়, ‘বিরাট কোহলি ক্রীড়াজগতের ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেছেন৷ ট্রাম্পের মতোই কোহলিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাই হোক না কেন সব দোষ সংবাদমাধ্যমের ঘাড়ে ঠেলে দেবেন৷ নিজেকে বাঁচাতে এটাই তাঁর হাতিয়ার৷’ এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ব্যঙ্গ করে বিগ বি লেখেন, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ধন্যবাদ এই বিষয়টি মেনে নেওয়ার জন্য যে, কোহলি একজন বিজয়ী এবং প্রেসিডেন্ট৷

[হস্টেলে ঢুকে ছাত্রীদের অন্তর্বাস চুরি যুবকের, ভাইরাল ভিডিও]

বিগ বি’র এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়৷ প্রায় সকলেই সমর্থন করেছেন সিনিয়ার বচ্চনের এই মন্তব্যকে৷ একই সঙ্গে প্রশংসা কুড়িয়েছে তাঁর সেন্স অফ হিউমারও৷

[চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে যৌনপেশায় নামাল ‘ফেসবুক বন্ধু’]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement