Advertisement
Advertisement

মোহনবাগানে সই করলেন আমিরি

শোনা গেল, শঙ্করলাল আঠারো জনের দলে রাখছেন আমিরিকে৷

amiri signs at mohunbagan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 12:16 pm
  • Updated:August 17, 2016 2:12 pm  

স্টাফ রিপোর্টার: মোহনবাগানে সই করলেন আমিরি৷ আগেরদিন গার্সিয়ার কাছে ট্রেনিং করার পর মঙ্গলবার সকালে দলের সঙ্গে প্র্যাকটিস করলেন৷ কোচ শঙ্করলাল চক্রবর্তী থেকে শুরু করে কর্তারা, সকলেই আমিরির কন্ডিশন দেখে খুশি৷ বিকেলে আমিরির সঙ্গে চুক্তিও পাকা করে ফেলল মোহনবাগান৷ গ্রিসের চ্যাম্পিয়ন্স লিগে খেলা ক্লাব ‘এইকে এথেন্স’ থেকে ট্রায়ালের ডাক পাওয়ায় ফিরে গিয়েছেন স্কটল্যান্ডের ডিফেন্ডার সিবোর্ন৷ ক্লাবকর্তারা আটকাননি৷ তবে সিবোর্ন গ্রিসের নয়, ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ক্লাবে সই করছেন৷ তিনি মোহনবাগানকে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আসতে পারছেন না৷ কর্তারা তাই এমন একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজে ছিলেন, যাঁকে নতুন করে আর দেখতে হবে না৷ ফিটনেস ঠিক থাকলেই চলবে৷

আমিরি দীর্ঘদিন ভারতের বিভিন্ন ক্লাবে খেলেছেন৷ প্রথমে মুম্বই এফসি-তে৷ সেখান থেকে ডেম্পোতে৷ আইএসএল খেলেছেন এফসি গোয়ার হয়ে৷ গত বছর ছিলেন শিবাজিয়ন্সে৷ প্রথম দিন আমিরির কন্ডিশন দেখে খুশি শঙ্করলাল৷ বলছিলেন, “সবচেয়ে বড় সুবিধা ডিফেন্স, সাইড ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সব পজিশনেই ওকে খেলানো যাবে৷”

Advertisement

কর্তাদের সঙ্গে বসে মোহনবাগান-সাদার্ন ম্যাচ দেখেছেন আমিরি৷ মঙ্গলবার প্র্যাকটিস শেষে বলছিলেন, “অনেকদিন ভারতে খেলছি৷ এখানকার ফুটবল সম্পর্কে জানি৷ এবার কলকাতায় খেলার অভিজ্ঞতা হবে৷ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না৷ আশাকরি হতাশ করব না৷” কোচকে জানিয়েও দেন তিনি ম্যাচ খেলার মতো ফিট৷ ফলে ইচ্ছে করলে তাঁকে দলে রাখতে পারেন৷

শোনা গেল, শঙ্করলাল আঠারো জনের দলে রাখছেন আমিরিকে৷ বুধবার দুপুরে আইএফএ-তে গিয়ে নাম নথিভুক্ত করে নেওয়া হবে তাঁর৷ বৃহস্পতিবার সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাবের বিরু‌দ্ধে খেলা৷ মোহনবাগানের বেশ কিছু ফুটবলার এবার ভবানীপুরে৷ বিদেশিরাও ভাল৷ যদিও তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট দেবজিৎ ঘোষের দলের৷ এইসব মাথায় রাখতে চাইছেন না শঙ্কর৷ ভাল করেই জানেন, ম্যাচটা কঠিন৷ লিগের শুরুটা দারুণ হয়েছে৷ প্রথম তিনটে ম্যাচেই জয়৷ গোটা দলটাই ছন্দে৷ ভবানীপুরের বিরু‌দ্ধে এই ফর্ম ধরে রাখতে চায় মোহনবাগান৷

এদিকে, সব ঠিকঠাক থাকলে বাগানে সই করতে চলেছেন নাইজেরীয় স্ট্রাইকার ড্যানিয়েল বিদেমি৷ বৃহস্পতিবার শহরে এসে শুক্রবারই বাগানের প্র্যাক্টিসে নেমে পড়বেন তিনি৷ বিদেমিকে কোচের পছন্দ হলে শুক্রবারই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন এই বিদেশি৷ মহামেডান, শিলং লাজং, ভবানীপুরের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement