Advertisement
Advertisement

বিজেন্দরের কেরিয়ার শেষ করার হুমকি আমিরের

প্রো-বক্সিংয়ে টানা সাতটি বাউট জিতে তাক লাগিয়ে দিয়েছেন বিজেন্দর৷ আর তারপরই পাক বক্সার আমির খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি৷ আরও একধাপ এগিয়ে সেই চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আমির৷

Amir Khan Warns He Will 'Ruin Vijender Singh's Career'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 6:13 pm
  • Updated:January 11, 2021 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে৷ তা সে বিশ্বকাপই হোক বা এশিয়া কাপ৷ সেই উত্তাপের আঁচই এবার হয়তো বক্সিং রিংয়েও পড়তে চলেছে৷ রিংয়ের বাইরে কিন্তু লড়াইটা শুরু হয়ে গিয়েছে৷ সেই লড়াইয়ে ভারতীয় বক্সার বিজেন্দর সিংয়ের প্রতিপক্ষ হবেন পাক বক্সার আমির খান৷

প্রো-বক্সিংয়ে টানা সাতটি বাউট জিতে তাক লাগিয়ে দিয়েছেন বিজেন্দর৷ আর তারপরই পাক বক্সার আমির খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি৷ আরও একধাপ এগিয়ে সেই চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আমির৷ তাঁর কাছে বিষয়টা বেশ হাস্যকর বলে মনে হয়েছে৷ এমনকী, রিংয়ে নামার আগেই বিজেন্দরের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়ে রাখলেন তিনি৷

Advertisement

একটি ইংরাজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছরের আমির জানান, অনেক বক্সারই উচ্চাকাঙ্খী হয়৷ তবে তাঁর মতো বড় নামের বিরুদ্ধে নামার আগে বিজেন্দরকে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে৷ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আমির বলেন, “চ্যালেঞ্জটা বেশ হাস্যকর৷ তবে আমার বিরুদ্ধে রিংয়ে নামলে ওর কেরিয়ার শেষ করে দেব৷”

প্রো-বক্সিংয়ে এখনও হারের মুখ দেখেননি পাঞ্জাব দা পুত্তর৷ সে বিষয়ে কী বক্তব্য আমিরের? বিজেন্দরের জয়ের কৃতিত্বটাকে অনেকটাই হালকা করে দিলেন৷ বললেন, “বক্সিংয়ে অভিজ্ঞতার জন্যই জিতেছে ও৷ এই নকআউটগুলো জেতারই ছিল৷ ও যখন বিশ্বের প্রথম ২০-তে থাকা কোনও বক্সারের বিরুদ্ধে লড়াইয়ে নামবে, তখন আসল বিজেন্দরের পরিচয় পাওয়া যাবে৷ বোঝা যাবে, ও কত বড় খেলোয়াড়৷” তবে ভারতীয় বক্সারের সঙ্গে যে তিনি রিংয়ে মুখোমুখি হতে চান, তাও তাঁর কথাবার্তা থেকে স্পষ্ট৷ তাঁর মতে এই লড়াই ভারত-পাক ক্রিকেট ম্যাচের মতোই উত্তেজনাপূর্ণ হবে৷

দুই বক্সার আলাদা আলাদা ওয়েট বিভাগে খেলেন৷ তাই তাঁদের রিংয়ে নামা এখনও পর্যন্ত অনিশ্চিত৷ তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুলুকের বক্সারদের গরমাগরম বাকযুদ্ধ, রিংয়ে তাঁদের টক্কর দেখতে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement