Advertisement
Advertisement

Breaking News

জ্যাকলিন, আলিয়ার বলিউডি ছন্দে মাতবে আইএসএলের উদ্বোধনী মঞ্চ

গতবারের চ্যাম্পিয়ন কেরালা ব্লাস্টার্সের পুরো দলও হাজির থাকবে অনুষ্ঠানে৷

Alia, Varun will perform in the opening ceremony of ISL 3
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 6:21 pm
  • Updated:November 3, 2020 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বারের মতো এবারও ‘লেটস ফুটবল’ ছন্দে গা ভাসাতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা৷ আর সেই উত্তাপকেই আরও খানিকটা বাড়িয়ে দিতে চলেছেন আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ ও বরুণ ধাওয়ান৷

কলকাতা, মুম্বইয়ের পর এবার গুয়াহাটিতে হবে আইএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠান৷ শনিবার বিকেল সাড়ে ৫টায় টিভি-র পর্দায় চোখ রাখবেন দর্শকরা৷ কারণ ম্যাচের আগে ঠিক ওই সময়ই মঞ্চ মাতাবেন বলিউডের একঝাঁক তারকা৷ বলি ডিভা আলিয়া ও জ্যাকলিন তো থাকবেনই, থাকবেন গোয়া ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বরুণ ধাওয়ানও৷ ৫০০ জন ডান্সারকে সঙ্গে নিয়ে পারফর্ম করার কথা ধাওয়ানের৷ আর গ্যালারিতে সেই নাচের তালে হাততালি দিতে দেখা যাবে নর্থ-ইস্ট ইউনাইটেডের কর্ণধার জন আব্রাহামকে৷ ৩০ মিনিটের জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা IMG রিলায়েন্সের মালকিন নিতা অম্বানি এবং অবশ্যই মাস্টার ব্লাস্টারের৷ তাঁর দলের বিরুদ্ধেই তো উদ্বোধনী ম্যাচে নামবে ইউনাইটেড৷ কেরালা ব্লাস্টার্সের পুরো দলও হাজির থাকবে অনুষ্ঠানে৷

Advertisement

চলতি বছরই গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে সাউথ-এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আসর বসেছিল৷ এবার এখানে আইএসএলের তৃতীয় মরশুমের উদ্বোধনের আয়োজন করতে পারায় উচ্ছ্বসিত নর্থ-ইস্টের কর্ণধার জন৷ বলছেন, “গত দুই মরশুমে এখানকার মানুষ নর্থ-ইস্টকে লাগাতার সমর্থন করে গিয়েছে৷ ভাল-মন্দ সব দিনেই সমর্থকদের পাশে পেয়েছি৷ এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বের কাছে গুয়াহাটির নাম পৌঁছে যাবে৷ সেই সঙ্গে এখানকার উঠতি ফুটবলাররাও অনুপ্রেরণা পাবে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement