Advertisement
Advertisement

Breaking News

ফোর্বসের সেরা ৩০-এর তালিকায় দীপা-সাক্ষী-আলিয়া

দেশের নারীশক্তিকে কুর্নিশ...

Alia Bhatt, Sakshi Malik, Deepa Karmakar in Forbes’ 50 Indian super-achievers under 30
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2017 1:44 pm
  • Updated:November 3, 2020 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকের পর তাঁর জীবন অনেকটাই পাল্টে গিয়েছে৷ একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল ঠিকই৷ কিন্তু তাঁর পরিশ্রম ও দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানিয়েছে গোটা দেশ৷ এবার সেই দীপা কর্মকারের মুকুটে যোগ হল আরেকটি নয়া পালক৷ ফোর্বসের এশিয়ার অনূর্ধ্ব-৩০ কৃতীর তালিকায় ৩০ জনের মধ্যে স্থান পেয়েছেন বাঙালি কন্যা দীপাও৷

[শিশুকে কোলে দিতেই আঁকড়ে ধরতে চাইলেন কোমায় আচ্ছন্ন মা]

৩০-এর গণ্ডি না ছুঁতেই যাঁরা এশিয়া মহাদেশের নাম সারা বিশ্বে উজ্জ্বল করেছেন, তেমনই ৩০ জনের একটি তালিকা তৈরি করেছে ফোর্বস৷ যার মধ্যে দীপার পাশাপাশি জায়গা করে নিয়েছেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক এবং বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও৷ খেলা, বিনোদন, ব্যবসা, প্রযুক্তি-সহ মোট দশটি বিভাগের অনূর্ধ্ব-৩০ কৃতীদের নাম রয়েছে এই তালিকায়৷ এশিয়া সেরাদের তালিকায় নাম রয়েছে মোট ৫৩ জন সফল ভারতীয় ব্যক্তিত্বের৷ গোটা মহাদেশে কৃতীর সংখ্যায় শীর্ষে চিন (৭৬)৷ দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত৷

Advertisement

[পারফরম্যান্সের গোপন রহস্য ফাঁস করলেন বিশ্বের প্রবীণতম পর্নস্টার]

গত ৫২ বছরে প্রথমবার কোনও ভারতীয় মহিলা জিমন্যাস্ট অলিম্পিকের মঞ্চে নেমেছিলেন৷ ফোর্বস জানিয়েছে, দীপা অল্পের জন্য ব্রোঞ্জ না জিতলেও জীবনের প্রথম অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছিলেন৷ নিখুঁত প্রোদুনোভা ভল্ট দিয়েছিলেন৷ যা বিশ্বের মাত্র পাঁচজনই পারেন৷ অন্যদিকে, রোহতকের মতো পিছিয়ে থাকা গ্রামের ২৪ বছরের সাক্ষী মালিক প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন৷ তাই এই সম্মান৷ কেরিয়ার শুরু করেই একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট৷ উঠতি তারকাকে আরও উৎসাহ দিতেই এই সম্মান৷ ফোর্বসের তালিকায় রয়েছেন ২৫ বছরের দৃষ্টিহীন শ্রীকান্ত বোল্লা৷ ম্যানুফ্যাকচারিং ও এনার্জি বিভাগে তাঁর সাফল্যের জন্য এই সম্মান পেয়েছেন তিনি৷ নিজের শিল্প প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়োগ করেন এই কৃতী৷

[চলতি আইপিএল-এ নিজের প্রধান লক্ষ্যের কথা জানালেন গম্ভীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement