Advertisement
Advertisement

Breaking News

সাক্ষীর জন্য একগুচ্ছ পুরস্কার নিয়ে অপেক্ষায় দেশবাসী

তবে গোটা দেশের বাঁধ ভাঙা ভালবাসাতেই আপ্লুত সাক্ষী৷

Air India gifts Sakshi Malik air tickets to Anywhere in the world

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 5:45 pm
  • Updated:September 16, 2020 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ওলিম্পিক সম্বন্ধে আমার কোনও স্বচ্ছ ধারণা ছিল না৷ ছোট থেকেই বিমানে চেপে ঘোরার খুব ইচ্ছে ছিল৷ সেই কারণেই ক্রীড়াবিদ হতে চেয়েছিলাম৷” রিওতে ব্রোঞ্জ জয়ের পর এ কথা বলেছিলেন ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক৷ মাটির মেয়ের আকাশে ওড়ার ইচ্ছের কথাটা জানতে পারে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার৷ দেশকে পদক এনে দিয়ে ১৩০ কোটির স্বপ্নপূরণ করেছেন যিনি, তাঁর ইচ্ছেই পূরণ হবে না? তাও কি সম্ভব? আর তাই রাতারাতি তারকা হয়ে ওঠা সাক্ষীকে একটি বিশেষ উপহার দিল এয়ার ইন্ডিয়া৷

কী উপহার পেলেন তিনি? বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, সাক্ষীর হাতে দু’টি বিমান টিকিট তুলে দেওয়া হবে৷ যাতে তিনি প্রিয়জনের সঙ্গে বিশ্বের যে কোনও প্রান্তে ঘুরতে যেতে পারেন৷ আগামী এক বছর পর্যন্ত এই টিকিট বৈধ্য থাকবে৷ সাক্ষীকে লিখিতভাবে উপহারের কথাটি জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি৷

Advertisement

পুরস্কারের অবশ্য এখানেই ইতি নয়৷ ইতিহাস তৈরি করা সাক্ষীকে সংবর্ধনা দিতে মুখিয়ে রয়েছে গোটা দেশ৷ রোহতক কন্যার জন্য হরিয়ানা সরকার আগেই আড়াই কোটি টাকা ও সরকারি চাকরির ঘোষণা করেছিল৷ এর পাশাপাশি ভারতীয় রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওলিম্পিকে কোয়ালিফাই ও ব্রোঞ্জ জেতার জন্য তাঁকে ৬০ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে৷ ভারতীয় ওলিম্পিক সংস্থার (আইওএ) তরফেও পুরস্কৃত করা হবে তাঁকে৷ প্রথমবার পদকজয়ীদের অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আইওএ৷ ব্রোঞ্জ জেতায় সাক্ষী পাবেন ২০ লক্ষ টাকা৷ পদকজয়ী কুস্তিগিরের কোচ কুলদীপ সিং আইওএ-র তরফে পাবেন ১০ লক্ষ টাকা৷ এছাড়া ক্রীড়ামন্ত্রকের স্পেশাল পুরস্কার স্কিম থেকে ২০ লক্ষ টাকা পাবেন সাক্ষী৷ এরই মধ্যে আবার বলিউড সুপারস্টার সলমন খান টুইট করে জানিয়েছেন, ওলিম্পিকের প্রত্যেক প্রতিযোগীকে এক লক্ষ এক হাজার টাকা করে দেবেন তিনি৷

সাক্ষী দেশকে যা দিয়েছেন, তার কাছে এই পুরস্কার হয়তো কিছুই নয়৷ তবে গোটা দেশের বাঁধ ভাঙা ভালবাসাতেই আপ্লুত সাক্ষী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement