Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপের মধ্যেই খারাপ খবর, এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না সুনীল ছেত্রীদের

কেন এমন সিদ্ধান্ত?

AIFF slams IOA for not allowing to participate in Asia Cup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 6:31 pm
  • Updated:July 1, 2018 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ নিয়ে উন্মত্ত গোটা দেশ৷ ফুটবলপ্রেমীদের নজর এখন রাশিয়ার দিকে৷ মেসি রোনাল্ডোদের বিদায় হতাশ করছে অনেক ফুটবলপ্রেমীকেই৷ এবার হতাশার খবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যে৷ এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না ভারতীয় ফুটবল দলের৷ এআইএফএফকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন৷ আইওএ-র যুক্তি এশিয়ান গেমসে শুধুমাত্র সেইসব অ্যাথলিটদেরই পাঠানো হচ্ছে যাদের পদক জয়ের সম্ভাবনা রয়েছে৷ অর্থাৎ পরোক্ষে আইওএ বুঝিয়ে দিয়েছে সুনীল ছেত্রীরা এশিয়ান গেমসে পদক পাওয়ার যোগ্য নয়৷ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুক্তি, এবছর অকারণে বেশি সংখ্যক অ্যাথলিটদের পাঠানো হচ্ছে না৷ সেই যুক্তিতেই ১০২ জন অ্যাথলিটকে পাঠানোর সুযোগ থাকলেও মাত্র ৫৩ জনকে পাঠাচ্ছে আইওএ৷

[নাইবা জেতা হল বিশ্বকাপ, ব্যর্থতাই মিলিয়ে দিল ফুটবলের দুই শ্রেষ্ঠ দূতকে]

এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৯৭ নম্বরে রয়েছে ভারত৷ এশিয়ার মধ্যে ভারতের ব়্যাঙ্ক ১৪৷ ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোনও অ্যাথলিট বা দলকে এশিয়ান গেমসে পাঠাতে হলে সেই দল বা অ্যাথলিটের ব়্যাঙ্ক হতে হবে এশিয়ার প্রথম আটের মধ্যে৷ আর সেই যুক্তিতেই বাদ দেওয়া হয়েছে ফুটবল দলকে৷

Advertisement

[রাশিয়ায় কীসের আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের?]

আইওএ-র এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ এআইএফএফ৷ এআইএফএফ চাইছিল এশিয়ান গেমস থেকেই আগামী এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে৷ কিন্তু আইওএ-র অনুমতি না মেলায় তা সম্ভব হল না৷ এআইএফএফের দাবি, সাম্প্রতিককালে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত৷ এই মুহুর্তে এশিয়ার অন্যতম সেরা দল ভারত, তা সত্ত্বেও অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷ ফেডারেশনের অভিযোগ, ফুটবল দলের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে আইওএ৷ উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর প্রকাশ্যেই এশিয়ান গেমসে খেলার অনুমতি চেয়েছিলেন ভারতীয় দলের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন৷ তাঁর অনুরোধ মতোই আইওএ-র কাছে এশিয়ান গেমসে খেলার অনুমতি চেয়েছিল এআইএফএফ৷ কিন্তু এ যাত্রা শূন্য হাতেই ফিরতে হল সুনীল ছেত্রীদের৷

[বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement