Advertisement
Advertisement

এএফসি-র বিশেষ পুরস্কারের জন্য মনোনীত ফেডারেশন

বৃহস্পতিবার আবু ধাবিতে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই জানা যাবে, কোন দেশের ফেডারেশনের হাতে উঠছে পুরস্কার।

AIFF has been nominated for AFC Member Association Developing Award 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 7:54 pm
  • Updated:November 30, 2016 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর প্রথমবার ভারতের বুকে বসতে চলেছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আসর। এদিকে চলতি মাসেই এএফসি কাপের ফাইনালে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছিল বেঙ্গালুরু এফসি। সব মিলিয়ে এ বছর সাফল্যের মুখ দেখেছে ভারতীয় ফুটবল। আর সেই কারণেই এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন (ডেভেলপিং) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে।

এশিয়া সেরা হওয়ার দৌড়ে এআইএফএফ-এর সঙ্গে রয়েছে ভিয়েতনাম এবং মালয়েশিয়ার ফুটবল ফেডারেশনও। বৃহস্পতিবার আবু ধাবিতে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই জানা যাবে, কোন দেশের ফেডারেশনের হাতে উঠছে পুরস্কার।

Advertisement

দেশে ফেডারেশনের পরিচালনা, ফুটবলের পরিকাঠামোর উন্নতি, তৃণমূলস্তরে ফুটবলারদের উন্নতি, মহিলা ফুটবলের উন্নতি-সহ সবদিক দেখেই এই পুরস্কার ঘোষণা করা হবে। এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, চলতি বছর ১২টি রাজ্যে তৃণমূলস্তরে উন্নতির জন্য জোর কদমে কাজ চলছে। ৬০০ জন কোচকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে, কোচিং লাইলেন্সের ক্ষেত্রেও কড়া নজর দিয়েছে ফেডারেশন। দু’টি এএফসি ‘এ’ লাইসেন্স কোর্স-সহ মোট ২৯টি এএফসি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। যার মাধ্যমে ২১০ জন কোচ এএফসি শংসাপত্র পেয়েছেন।

মহিলা ফুটবলের উন্নতির ক্ষেত্রেও চলতি বছর বিশেষ জোর দিয়েছে এআইএফএফ। দেশের পাঁচটি রাজ্যে মহিলা ফুটবলারদের জন্য ‘ফিফা লিভ ইয়োর গোলস’ প্রকল্পের অন্তর্গত মোট ছ’টি কোর্স চালু করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement